জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ
সেনা প্রত্যাহার না করা পর্যন্ত এরদোগানের সঙ্গে সাক্ষাৎ নয়: সিরিয়া
-
ফয়সাল মিকদাদ
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ বলেছেন, তার দেশের উত্তরাংশ থেকে সেনা না করা পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করবেন না।
রাশিয়ার গণমাধ্যম আরটি'র আরবি বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ফয়সাল মিকদাদ।
তিনি সুস্পষ্ট করে বলেন, সিরিয়ার ভূমি দখল করে রাখার কারণে দামেস্ক তুরস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। তিনি বলেন সিরিয়া থেকে তুর্কি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করলেই কেবল প্রেসিডেন্ট আসাদ তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। ফলে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের সাক্ষাৎ আংকারার পদক্ষেপের ওপর নির্ভর করছে।
এর আগে গত মার্চ মাসে প্রেসিডেন্ট বাশার আসাদ নিজেও বলেছিলেন, সিরিয়ার ভূখণ্ডে তুরস্কের দখলদারিত্ব থাকা অবস্থায় এরদোগানের সঙ্গে তার কোনো বৈঠক হবে না। তিনি জোর দিয়ে বলেন, সেনা প্রত্যাহারের ঘটনা ঘটলেই কেবল সিরিয়া তার অবস্থানে পরিবর্তন আনবে। প্রেসিডেন্ট আসাদ বলেন, যদি সেনা প্রত্যাহার করা না-ই হয় তাহলে এই বৈঠকের কী মূল্য থাকতে পারে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।