ইসরাইলের মিথ্যা দাবি
জেরুজালেম শহরে দূতাবাস সরানোর কথা নাকচ করলো হাঙ্গেরি
-
ইসরাইলে নিযুক্ত হাঙ্গেরির রাষ্ট্রদূত
তেল আবিব থেকে জেরুজালেম শহরে দূতাবাস সরিয়ে নেয়ার সিদ্ধান্তের কথা অস্বীকার করেছে হাঙ্গেরি। দেশটি জোর দিয়ে বলেছে, এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
সম্প্রতি ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন দাবি করেন, বুদাপেস্ট তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেম আল-কুদস শহরে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোহেনের এই দাবিকে অসত্য বলে প্রত্যাখ্যান করেছেন ইসরাইলে নিযুক্ত হাঙ্গেরির রাষ্ট্রদূত লেভেন্টে বেনকো।
তিনি বলেন, জেরুজালেম শহরে তারা শুধুমাত্র একটি বাণিজ্য অফিস পরিচালনা করছেন এবং দূতাবাস সরিয়ে নেয়ার মতো কোনো সিদ্ধান্ত নেননি।
গত বুধবার কোহেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের একটি ইহুদি উপাসনালয় সিনাগগ পরিদর্শন করেন। সে সময় তিনি দাবি করেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে হাঙ্গেরি প্রথম জেরুজালেম শহরে তার দূতাবাস সরিয়ে নিতে যাচ্ছে।
কোহেন আরো দাবি করেন, "আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলকে সমর্থন করে হাঙ্গেরি। এ দেশটি হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রথম দেশ যারা তাদের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে বায়তুল মুকাদ্দাস শহরে নেবে।"#
পার্সটুডে/এসআইবি/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।