নাবলুস শহরে ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি যুবকের শাহাদাত
https://parstoday.ir/bn/news/west_asia-i124484-নাবলুস_শহরে_ইসরাইলি_সেনাদের_গুলিতে_ফিলিস্তিনি_যুবকের_শাহাদাত
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের নাবলুস শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা গুলি করে একজন ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে। দখলদার সেনাদের হামলায় অপর দুই ফিলিস্তিনি যুবক আহত হয়েছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ১৬, ২০২৩ ১৫:১৫ Asia/Dhaka
  • খলিল ইয়াহিয়া আনিস
    খলিল ইয়াহিয়া আনিস

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের নাবলুস শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা গুলি করে একজন ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে। দখলদার সেনাদের হামলায় অপর দুই ফিলিস্তিনি যুবক আহত হয়েছেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি সেনারা বৃহস্পতিবার সকালে নাবলুস শহরে হানা দিলে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, সংঘর্ষের সময় ফিলিস্তিনি যুবক খলিল ইয়াহিয়া আনিস ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হন। গুলিতে আহত অপর দুই ফিলিস্তিনি যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই হত্যাকাণ্ড চালিয়ে দখলদার সেনারা নাবলুসের রাফিদিয়া এলাকায় একটি চারতলা বাড়ি ঘেরাও করে। এরপর ওই বাড়ির সকল অধিবাসীকে বাইরে বের করে দিয়ে ভবনটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়।#

পার্সটুডে/এমএমআই/এমএএইচ/১৬