ইরান-আমিরাত সম্পর্ক জোরদার হচ্ছে; বিন জায়েদের সঙ্গে বৈঠক
https://parstoday.ir/bn/news/west_asia-i124718-ইরান_আমিরাত_সম্পর্ক_জোরদার_হচ্ছে_বিন_জায়েদের_সঙ্গে_বৈঠক
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেইখ মোহাম্মাদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২২, ২০২৩ ১৯:১১ Asia/Dhaka
  • বিন জায়েদ (বামে) ও আব্দুল্লাহিয়ান (ডানে)
    বিন জায়েদ (বামে) ও আব্দুল্লাহিয়ান (ডানে)

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেইখ মোহাম্মাদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান।

দুই জনের মধ্যে রাজনৈতিক, আর্থ-বাণিজ্যিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক ইস্যুতে আলোচনা হয়েছে। এছাড়া ইরান সফরের জন্য প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির আমন্ত্রণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে আমিরাতি প্রেসিডেন্টকে অবহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

এই বৈঠকে দুই পক্ষই আর্থ-বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে একমত হয়েছেন। কীভাবে এই সম্পর্ক জোরদার করা যায় তা নিয়েও মতবিনিময় হয়েছে। শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, আঞ্চলিক সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়েও কথা হয়েছে তাদের মধ্যে।

সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের আগে আমির আব্দুল্লাহিয়ান কাতার, ওমান ও কুয়েত সফর করেছেন। পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে তিনি এই চারটি দেশ সফর করলেন বলে ধারণা করা হচ্ছে। কয়েক দিন আগে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরান সফর করেছেন।#    

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।