ফিলিস্তিনের নাবলুসে কুরআন অবমাননা করেছে উগ্র ইহুদিরা
https://parstoday.ir/bn/news/west_asia-i124744-ফিলিস্তিনের_নাবলুসে_কুরআন_অবমাননা_করেছে_উগ্র_ইহুদিরা
দখলদার ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা পশ্চিম তীরের নাবলুসে পবিত্র কুরআন অবমাননা করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৩, ২০২৩ ১৮:১১ Asia/Dhaka
  • ফিলিস্তিনের নাবলুসে কুরআন অবমাননা করেছে উগ্র ইহুদিরা

দখলদার ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা পশ্চিম তীরের নাবলুসে পবিত্র কুরআন অবমাননা করেছে।

আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, একজন উগ্র ইহুদিবাদী জর্ডান নদীর পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে উরিফ উপশহরের একটি মসজিদ থেকে কুরআন নিয়ে এসে মসজিদের সামনে দাঁড়িয়ে তা ছিড়ে রাস্তায় ছুড়ে মারে। এ সময় তার সঙ্গে কুকুর ছিল। এক ভিডিও ফুটেজে এ দৃশ্য দেখা গেছে।

কুরআন অবমাননাকারী ব্যক্তি মুখোশধারী ছিল এবং তার সঙ্গে থাকা অপর মুখোশধারী ব্যক্তিরা দাঁড়িয়ে কুরআন অবমাননার দৃশ্য দেখছিল। উরিফ এলাকায় মুসলমানদের ওপর উগ্র ইহুদিবাদীদের হামলার সময় এই ঘটনা ঘটে।

কুরআন অবমাননাকারী ব্যক্তি সেখানে একটি স্কুলের বিভিন্ন ক্লাসরুম ভাংচুরের পাশাপাশি বিভিন্ন ঘর-বাড়ি ও মসজিদে আগুন দেওয়ার চেষ্টা চালায়।

গত বুধবার একদল উগ্র ইহুদিবাদী উরিফ এলাকায় ব্যাপক হামলা চালায়। এ সময় ইসরাইলের নিরাপত্তা বাহিনী কোনো বাধা দেয়নি বলে ইসরাইলের মানবাধিকার সংস্থা 'ইয়েশ দিন' জানিয়েছে। এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।