সিরিয়ার ইদলিব ও লাতাকিয়ায় সন্ত্রাসীদের অবস্থানে রুশ বিমান হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i124802-সিরিয়ার_ইদলিব_ও_লাতাকিয়ায়_সন্ত্রাসীদের_অবস্থানে_রুশ_বিমান_হামলা
সিরিয়ার ইদলিব ও লাতাকিয়ায় সন্ত্রাসীদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, রুশ জঙ্গি বিমানগুলো আজ লাতাকিয়ার উত্তরে এবং ইদলিবের আশেপাশে বোমা বর্ষণ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৫, ২০২৩ ১৮:৪৬ Asia/Dhaka
  • সিরিয়ার ইদলিব ও লাতাকিয়ায় সন্ত্রাসীদের অবস্থানে রুশ বিমান হামলা

সিরিয়ার ইদলিব ও লাতাকিয়ায় সন্ত্রাসীদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, রুশ জঙ্গি বিমানগুলো আজ লাতাকিয়ার উত্তরে এবং ইদলিবের আশেপাশে বোমা বর্ষণ করেছে।

দু'টি সন্ত্রাসী সংগঠনের নাম জানানো হয়েছে। এগুলো হচ্ছে তাহরিরুশ শাম এবং আল হিজবুল ইসলামি আল তুর্কিস্তানি। এই দুই সংগঠনের কয়েকটি অবস্থানে কয়েক দফায় বিমান হামলা চালানো হয় বলে টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে।

সম্প্রতি সিরিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এরপরই সন্ত্রাসীদের অবস্থানে পাল্টা হামলা চালানো হলো। গত দুই দিনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় লাতাকিয়া ও হামা এলাকায় দুই শিশুসহ চার বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও তিন জন।

সিরিয়ার সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে ২০১৫ সাল থেকে সেদেশে সেনা মোতায়েন রেখেছে। ২০১১ সালে বিদেশি মদদে সন্ত্রাসী তৎপরতা শুরুর পর সিরিয়া সরকার রাশিয়ার সহযোগিতা চায়।

পার্সটুডে/এসএ/‌২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।