'উদ্বাস্তুদের সিরিয়ায় ফিরে আসার ঘটনা নিয়ে রাজনীতি করা হবে না'
(last modified Tue, 27 Jun 2023 12:18:08 GMT )
জুন ২৭, ২০২৩ ১৮:১৮ Asia/Dhaka
  • বাশার আল আসাদ
    বাশার আল আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ জোর দিয়ে বলেছেন, সিরিয়ার যে সমস্ত মানুষ উদ্বাস্তু হয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে তাদের ফিরে আসার ঘটনাকে রাজনীতির বাইরে রাখতে হবে। তিনি বলেন, দামেস্ক চায় তাদের নিরাপদ প্রত্যাবর্তন।

গতকাল (সোমবার) রাজধানী দামেস্কে জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ সমন্বয়ক মার্টিন গ্রিফিতের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন প্রেসিডেন্ট বাশার আসাদ।
তিনি বলেন, উদ্বাস্তুদের মাতৃভূমিতে ফিরে আসার ঘটনাকে রাজনীতির বাইরে গিয়ে মানবিক এবং নৈতিক অবস্থান থেকে দেখতে হবে। শরণার্থীদের নিরাপদ প্রত্যাবর্তন দামেস্ক সরকারের সবচেয়ে বড় লক্ষ্য। এই প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার জন্য সিরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে মার্টিন গ্রিফিত সিরিয়ার শরণার্থীদের ফিরে আসার বিষয়ে আন্তর্জাতিক কর্ম পরিকল্পনা তুলে ধরেন। এ ব্যাপারে সিরিয়ার পক্ষ থেকে আগাম যে সমস্ত প্রকল্প গ্রহণ করা আছে তার প্রতি তিনি সমর্থন দেন।
২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসবাদীদের তাণ্ডব শুরু হলে তা প্রতিহত করার উদ্যোগ নেয় সরকার। এ সময় দেশের মারাত্মক গোলযোগ পরিস্থিতিতে প্রায় ৬০ লাখ সিরিয়ার নাগরিক প্রতিবেশী তুরস্ক, লেবানন এবং জর্দানে আশ্রয় নেয়।

ইরান এবং রাশিয়ার সমর্থনে সিরিয়া সরকার দেশের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর হাজার হাজার সিরিয় নাগরিক দেশে ফিরে এসেছে। তাদের নিরাপদ প্রত্যাবর্তন এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়ার জন্য সিরিয়া সরকার এরইমধ্যে নানা ধরনের পুনর্গঠনমূলক প্রকল্প বাস্তবায়ন করছে।#

পার্সটুডে/এসআইবি/২৭

ট্যাগ