মার্কিন নির্ভরশীলতার অবসান:
চীনের সঙ্গে প্রথমবারের মতো বিমান মহড়া চালাবে আমিরাত
সংযুক্ত আরব আমিরাত এর প্রথমবারের মতো চীনের সাথে বিমান মহড়া চালাতে যাচ্ছে। চীনের জিনজিয়াং প্রদেশে আগামী মাসে এই মহড়া অনুষ্ঠিত হবে।
চীনের সাথে যৌথ এই মহড়ার মাধ্যমে পরিষ্কার হতে যাচ্ছে যে, বেইজিংয়ের সাথে আবুধাবির ঘনিষ্ঠতা বাড়ছে এবং ওয়াশিংটনের ওপর দেশটির এতদিন যে নির্ভরশীলতা ছিল তার অবসান হবে।
আজ (সোমবার) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি বেইজিং এবং আবুধাবির মধ্যে যে নিরাপত্তা চুক্তি হয়েছে তার আওতায় ফ্যালকন শিল্ড-২০২৩ নামের যৌথ বিমান মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুদেশের মধ্যে সম্পর্ক গভীর করা এবং পারস্পরিক সহযোগিতা ও আস্থা বাড়ানোর লক্ষ্য নিয়ে এই চুক্তি হয়েছে।
তেলসমৃদ্ধ পারস্য উপসাগরীয় দেশটির সঙ্গে চীন এর আগে অত্যাধুনিক এল-ফিফটিন প্রশিক্ষণ বিমান সরবরাহ করার চুক্তি সই করেছে।#
পার্সটুডে/এসআইবি/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।