অন্তত ৫০০ চিকিৎসক অধিকৃত ফিলিস্তিন ছেড়ে চলে যাচ্ছেন
https://parstoday.ir/bn/news/west_asia-i126356-অন্তত_৫০০_চিকিৎসক_অধিকৃত_ফিলিস্তিন_ছেড়ে_চলে_যাচ্ছেন
ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার বিভাগীয় সংস্কার বিলের কারণে অধিকৃত ফিলিস্তিন থেকে অন্তত ৫০০ জন চিকিৎসক ইসরাইল ছেড়ে চলে যাচ্ছে। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে ফার্স বার্তা সংস্থা এই খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৩, ২০২৩ ১৫:২৯ Asia/Dhaka
  • অন্তত ৫০০ চিকিৎসক অধিকৃত ফিলিস্তিন ছেড়ে চলে যাচ্ছেন

ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার বিভাগীয় সংস্কার বিলের কারণে অধিকৃত ফিলিস্তিন থেকে অন্তত ৫০০ জন চিকিৎসক ইসরাইল ছেড়ে চলে যাচ্ছে। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে ফার্স বার্তা সংস্থা এই খবর দিয়েছে।

নেতানিয়াহুর মন্ত্রিসভা বিচার ব্যবস্থাকে দুর্বল করার জন্য ব্যাপক গণ প্রতিবাদ বিক্ষোভের পরও 'বিচারিক সংস্কার' বিল পাশ করেছে। ইসরাইলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি'র সঙ্গে জরুরি এক বৈঠকে বসেছে ডক্টর্স ইউনিয়ন। ওই বৈঠকে চিকিৎসকরা জানায়, তাদের অন্তত ৫০০ জন ডাক্তার ইসরাইল ত্যাগ করতে যাচ্ছে।

ইসরাইলি মন্ত্রিসভার বিচারিক বিল পাসের প্রতিবাদে হাজার হাজার ডাক্তার অধিকৃত ভূখণ্ড ছেড়ে চলে যাবে বলে ইহুদিবাদী গণমাধ্যমগুলো জানিয়েছে। নেতানিয়াহুর বিচারিক সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে যারা তীব্রভাবে আপত্তি করেছিল তাদের মধ্যে ডাক্তার এবং সিক্রয়-নিষ্ক্রিয় সেনা অন্যতম।

গতকাল ইসরাইলি মিডিয়া জানিয়েছে নেতানিয়াহু সরকারের বিচারিক সংস্কার বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অন্তত ৫৪ জন আধা সামরিক বাহিনীর সদস্য ইহুদিবাদী ইসরাইলি পুলিশ বাহিনীর সঙ্গে সহযোগিতা বন্ধ করে দিয়েছে।

অপরদিকে ইহুদিবাদী টিভি চ্যানেল টুয়েলভ জানিয়েছে বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণের কারণে সেদেশের প্রায় ১ হাজার পুলিশকে বরখাস্ত করা হবে। ইহুদিবাদী ইসরাইলের পুলিশের সংখ্যা ২৪ হাজার ৬ শ'।#

পার্সটুডে/এনএম/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।