মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার
সংযুক্ত আরব আমিরাত সফরে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান সৌদি আরব সফর শেষে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করার মাঝেই সম্পর্ক জোরালো করার লক্ষ্য নিয়ে এ দুটি দেশ সফর করলেন তিনি।
গতকাল (মঙ্গলবার) রাজধানী আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান বৈঠক করেন। এ সময় তারা আমেরিকা এবং আরব আমিরাতের মধ্যকার সম্পর্কের ঘনিষ্ঠ করার কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও কথা বলেন।
আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য দুই পক্ষ যৌথ পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করেন।
এর আগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সৌদি আরবের জেদ্দা নগরীতে দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা নিয়ে জেদ্দা নগরীতে আন্তর্জাতিক একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং ওই সম্মেলনে সালিভান আমেরিকার পক্ষ থেকে অংশ নেন।
আমেরিকা সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা লোহিত সাগরে তিন হাজার নৌ ও মেরিন সেনা মোতায়েন করেছে। এছাড়া সেখানে যুদ্ধজাহাজ ও অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান পাঠিয়েছে মার্কিন সরকার। ইসলামি প্রজাতন্ত্র ইরান বিভিন্ন বাণিজ্যিক জাহাজকে হয়রানি করছে বলে অভিযোগ তুলে আমেরিকা এই পদক্ষেপ নিয়েছে। তবে ইরান বলেছে, আমেরিকা কোনো ধরনের পদক্ষেপ নিলে তেহরানও পাল্টা পদক্ষেপ নেবে।#
পার্সটুডে/এসআইবি/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।