ফিলিস্তিনে নিযুক্ত সৌদি কূটনীতিককে জেরুজালেমে দপ্তর খুলতে দেবে না ইসরাইল
(last modified Mon, 14 Aug 2023 03:26:30 GMT )
আগস্ট ১৪, ২০২৩ ০৯:২৬ Asia/Dhaka
  • সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে অভ্যর্থনা জানাতে দেখা যাচ্ছে। (ফাইল ফটো)
    সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে অভ্যর্থনা জানাতে দেখা যাচ্ছে। (ফাইল ফটো)

ফিলিস্তিনে প্রথমবারের মতো নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে জেরুজালেম আল-কুদসে দপ্তর খোলার অনুমতি দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।সম্প্রতি ওই সৌদি কূটনীতিক ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপদেষ্টার কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদি শনিবার আম্মানে রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরির পরিচয়পত্র গ্রহণ করেন। জর্দান-ভিত্তিক সৌদি রাষ্ট্রদূত আল-সুদাইরি ফিলিস্তিনে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

তবে ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন গতকাল (রোববার) বলেছেন, তেল আবিব সরকার সৌদি আরবকে জেরুজালেমে দূতাবাস খোলার অনুমতি দেবে না। তিনি বলেন, “আমরা জেরুজালেমে কোনো ধরনের কূটনৈতিক মিশন খোলার অনুমতি দেব না।”

ফিলিস্তিন জবরদখলকারী ইসরাইল জেরুজালেমকে নিজের রাজধানী বলে দাবি করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলেও আর কোনো দেশ ও পথে পা বাড়ায়নি। তেল আবিব ওই নগরীতে ফিলিস্তিনকে কোনো ধরনের কূটনৈতিক তৎপরতা চালাতে দেয় না।

এর আগে গত শনিবার প্রথমবারের মতো কোনো সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। অনাবাসিক এই রাষ্ট্রদূতকে ১২ আগস্ট জর্দানে স্বাগত জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদি।আল-সুদাইরি বর্তমানে জর্দানে সৌদি রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত আছেন।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ