মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ইসরাইল মারাত্মক হুমকি সৃষ্টি করেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i126900-মধ্যপ্রাচ্যের_নিরাপত্তা_ও_স্থিতিশীলতার_জন্য_ইসরাইল_মারাত্মক_হুমকি_সৃষ্টি_করেছে
সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আলী মাহমুদ আব্বাস বলেছেন, ইহুদিবাদী ইসরাইল পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। তিনি বলেন, দখলদার এই শক্তি আমেরিকার আগ্রাসী নীতি বাস্তবায়নে সহযোগিতা করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৬, ২০২৩ ১৬:৩১ Asia/Dhaka
  • মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ইসরাইল মারাত্মক হুমকি সৃষ্টি করেছে

সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আলী মাহমুদ আব্বাস বলেছেন, ইহুদিবাদী ইসরাইল পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। তিনি বলেন, দখলদার এই শক্তি আমেরিকার আগ্রাসী নীতি বাস্তবায়নে সহযোগিতা করছে।

১১তম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বক্তৃতা রাখতে গিয়ে জেনারেল আব্বাস একথা বলেন। মস্কোর বাইরে কুবিনকা শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের সহায়তা নিয়ে ইহুদিবাদি ইসরাইল সরকার আগ্রাসী ও সম্প্রসারণবাদী নীতি বাস্তবায়ন করে চলেছে। ইসরাইলের এই নীতি পুরো মধ্যপ্রাচ্যের জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দেখা দিয়েছে। ইসরাইলের এই আগ্রাসী তৎপরতা থামাতে আন্তর্জাতিক সম্প্রদায় নীতিগতভাবে বাধ্য।
ইসরাইল কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের উপর যে অপরাধ ও হত্যাযজ্ঞ চালাচ্ছে সে ব্যাপারেও আন্তর্জাতিক সম্প্রদায়কে অন্ধ হয়ে বসে থাকার কোনো সুযোগ নেই।#
পার্সটুডে/এসআইবি/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।