তেহরান-রিয়াদ দ্বিপক্ষীয় সম্পর্কে নয়া দিগন্তের সূচনা
(last modified Sat, 19 Aug 2023 07:19:06 GMT )
আগস্ট ১৯, ২০২৩ ১৩:১৯ Asia/Dhaka

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সম্প্রতি সৌদি আরব সফর করেছেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি রিয়াদ সফর করেন। ওই সফরে তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানসহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও কথা বলেছেন। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হবার ৭ বছর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি সফর করলেন।

আমির আবদুল্লাহিয়ানের সৌদি আরব সফরকে তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের নতুন প্রক্রিয়ার চতুর্থ পর্যায় বলা যেতে পারে। এই সম্পর্কের প্রথম পর্যায় ১০ মার্চ শুরু হয়েছিল। ই দিনে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করতে বেইজিংয়ে একটি চুক্তিতে পৌঁছে। সম্পর্কের দ্বিতীয় পর্যায়টি ছিল দূতাবাস খোলার জন্য দু'দেশের প্রযুক্তিগত প্রতিনিধিদের সফর। তৃতীয় পর্যায় ছিল দূতাবাস এবং কনস্যুলেট পুনরায় চালু করা। এই সম্পর্কের চতুর্থ পর্যায় ছিল উচ্চ পদস্থ কর্মকর্তাদের সফর।

ফয়সাল বিন ফারহান ১৭ জুন ইরান সফর করেন এবং আমির আবদুল্লাহিয়ান ও প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসির সঙ্গে কথা বলেন। আমির আবদুল্লাহিয়ানও গত ১৭ আগস্ট রিয়াদ সফর করেন এবং তার সৌদি সমকক্ষসহ মোহাম্মদ বিন সালমানের সাথেও কথা বলেন। দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সাড়ে ৩ ঘণ্টাব্যাপী বৈঠক পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা উন্নয়নে আন্তরিকতারই প্রমাণ। গত বৃহস্পতিবার আমির আবদুল্লাহিয়ান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেছেন: আমি আনন্দিত যে আজ রিয়াদে আমাদের ফলপ্রসূ এবং গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইরান এবং সৌদিআরব মুসলিম বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ দেশ। দু'দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা এখন সঠিক পথেই চলছে। ইরানের সঙ্গে ‘দীর্ঘমেয়াদি সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরের ইচ্ছাও প্রকাশ করেছেন সৌদি যুবরাজ। চুক্তির খসড়া তৈরির প্রাথমিক কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন: দু'দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ও সম্মানজনক ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্কের নয়া অধ্যায়ের সূচনার ব্যাপারে আমি আশাবাদী।ইতোমধ্যে ইরান ও সৌদি আরবের সামরিক কর্মকর্তাদের মধ্যে বৈঠকের খবর দিয়েছে ফ্রান্স টুয়েন্টি-ফোর টেলিভিশন চ্যানেল।

সৌদি আরবের বাদশাহ সালমানের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিও রিয়াদ সফর করবেন বলে জানানো হয়েছে। তবে তারিখ এখনও নির্ধারিত হয় নি বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।#

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।