হুঁশিয়ারি উচ্চারণ করে বিবৃতি
মধ্যপ্রাচ্যে মার্কিন পরিকল্পনা নস্যাতের অঙ্গীকার করল কাতাইব হিজবুল্লাহ
ইরাকের প্রতিরোধকারী সংগঠন কাতাইব হিজবুল্লাহ অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, তারা মধ্যপ্রাচ্যে আমেরিকার ধ্বংসাত্মক সমস্ত পরিকল্পনা নস্যাৎ করে দেবে। গতকাল (বুধবার) এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে সংগঠনটি ।
কাতাইব হিজবুল্লাহ বলেছে, সম্প্রতি ইরাকের বিভিন্ন শহরে মার্কিন সামরিক বহরের চলাচল শত্রুর আক্রমণাত্মক মনোভাবের স্পষ্ট প্রমাণ এবং আরব এ দেশটিতে মোতায়েন ওয়াশিংটনের যুদ্ধবাজ সেনাবাহিনীকে ধরে রাখার উদ্দেশ্যে এসব মুভমেন্ট করানো হয়েছে।"
কাতাইব হিজবুল্লাহ বলেছে, “যদিও ২০১১ সালের আগের তুলনায় ইরাকে এখন মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম কম এবং তারা দুর্বল, তারপরেও ওয়াশিংটন এই উপস্থিতিকে ধরে রাখার চেষ্টা করছে। এটাও ঠিক যে, মার্কিন সেনাদের মোকাবেলার জন্য কাতাইব হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা ২০১১ সালের তুলনায় বাড়িয়েছে।”
সংগঠনটি আরো বলেছে, মার্কিনীদের জানা উচিত যে, তাদের পেশি শক্তি দেখানোর দিন শেষ এবং প্রতিরোধকামী যোদ্ধারা যদি তাদের বিরুদ্ধে লড়াইয়ের পথ বেছে নেয় তাহলে মধ্যপ্রদেশে তাদের সমস্ত পরিকল্পনা ধ্বংস হয়ে যাবে।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।