হামাসের পাল্টা জবাবে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে: বেরদাভিল
https://parstoday.ir/bn/news/west_asia-i127406-হামাসের_পাল্টা_জবাবে_পশ্চিম_এশিয়ায়_যুদ্ধের_আগুন_জ্বলে_উঠতে_পারে_বেরদাভিল
হামাস নেতাদের হত্যা করা হলে ইহুদিবাদী ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে। ইহুদিবাদী প্রধানমন্ত্রী সম্প্রতি ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের নেতৃবৃন্দকে হত্যা করা করার হুমকি দিয়েছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৮, ২০২৩ ১৫:২৬ Asia/Dhaka
  • হামাসের পাল্টা জবাবে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে: বেরদাভিল

হামাস নেতাদের হত্যা করা হলে ইহুদিবাদী ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে। ইহুদিবাদী প্রধানমন্ত্রী সম্প্রতি ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের নেতৃবৃন্দকে হত্যা করা করার হুমকি দিয়েছিল।

নেতানিয়াহুর ওই হুমকির প্রতিক্রিয়ায় হামাসের রাজনৈতিক শাখার সদস্য সালাহ বেরদাভিল এই হুঁশিয়ারি দিলেন। আজ (সোমবার) ফিলিস্তিনি বার্তা সংস্থা শিহাবের প্রতিবেদনে বলা হয়েছে, আল বেরদাভিল এক বক্তৃতায় বলেছেন: ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের কাছে এমন অনেক তথ্য রয়েছে যেসব তথ্য ফাঁস হলে ইসরাইলি দখলদার শাসকদের মারাত্মক ক্ষতি হবে। এ ভয়েই সম্ভবত ইসরাইলি শত্রুরা হামাস নেতাদের বিরুদ্ধে হত্যার হুমকি দিচ্ছে। তারা যদি কখনও ওই ভুল করে তাহলে ইসরাইলকে চরম মূল্য দিতে হবে। হামাসের জবাব এমন কঠোর হবে যে ইসরাইলি শত্রুরা কল্পনাও করতে পারবে না। এমনকি হামাসের পাল্টা জবাবে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে বলে জনাব বেরদাভিল মন্তব্য করেন।

তিনি আরও বলেন নেতানিয়াহু হামাসের পাল্টা আঘাত সহ্য করতে পারবে না। নেতানিয়াহুর পতনের সময় ঘনিয়ে এসেছে, যেভাবে ইহুদ ওলমার্টসহ ইহুদিবাদী ইসরাইলের অন্যান্য নেতাদের পতন হয়েছে।

নেতানিয়াহু সম্প্রতি তার ক্যাবিনেট বৈঠকে ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ শক্তির হামলা বৃদ্ধির জন্য হামাস নেতা সালেহ আল-আরুরিকে দায়ী করেছে। সেজন্য তাকে হত্যা করার হুমকি দিয়েছে নেতানিয়াহু।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।