এবার নেতানিয়াহুকে ইসরাইলি কর্মকর্তাদের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/west_asia-i127830-এবার_নেতানিয়াহুকে_ইসরাইলি_কর্মকর্তাদের_হুঁশিয়ারি
ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেনিয়ামিন নেতানিয়াহুর অবৈধ সরকারের সহিংসতা, কঠোর নীতি ও দমনপীড়ন এবং বর্ণবাদ অব্যহত থাকায় তেল আবিব শাসক গোষ্ঠীর কর্তৃপক্ষ এবং নিরাপত্তা সংস্থাগুলো এসব পরিস্থিতির পরিণতি সম্পর্কে নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২৩ ১৮:৩৯ Asia/Dhaka

ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেনিয়ামিন নেতানিয়াহুর অবৈধ সরকারের সহিংসতা, কঠোর নীতি ও দমনপীড়ন এবং বর্ণবাদ অব্যহত থাকায় তেল আবিব শাসক গোষ্ঠীর কর্তৃপক্ষ এবং নিরাপত্তা সংস্থাগুলো এসব পরিস্থিতির পরিণতি সম্পর্কে নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছে।

বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা অধিকৃত অঞ্চলে কাজ শুরু করার পর ৯ মাস পেরিয়ে গেছে। নেতানিয়াহুর সরকারের আমলে ক্রমাগত এবং নজিরবিহীন অভ্যন্তরীণ সংকটের পাশাপাশি ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতাও তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিন প্রিজনার্স ক্লাব ঘোষণা করেছে, চলতি বছরের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর হাতে ৫ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া চলতি বছরের শুরু থেকে যখন নেতানিয়াহুর মন্ত্রিসভা ক্ষমতা গ্রহণ করেছে, তখন থেকে ফিলিস্তিনি শহীদের সংখ্যা গত বছরের পুরো সময়ের চেয়ে বেশি ছিল।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে যখন ইহুদিবাদী নেতানিয়াহুর সরকার এসব ধারাবাহিক দমন পীড়ন ও সহিংসতা চালাচ্ছে তখন তারই সরকারের বর্তমান এবং কিছু সাবেক কর্মকর্তার পাশাপাশি নিরাপত্তা প্রতিষ্ঠান এসবের গুরুতর পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। ইহুদিবাদী ইসরাইলের কুখ্যাত গুপ্তচর ও সন্ত্রাসী সংস্থা মোসাদের সাবেক প্রধান তামির পারদো পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি ইহুদিবাদী সরকারের আচরণের সমালোচনা করেছেন এবং এটিকে "বর্ণবাদ" বলে অভিহিত করেছেন।

ইহুদিবাদী ইসরাইলের ক্রমাগত বর্ণবাদের আচরণের বিরুদ্ধে রুখে দাড়ানোর লক্ষ্যে ফিলিস্তিনি যোদ্ধাদের শাহাদাত পিয়াসী অভিযানের পরিধি বাড়ছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষ ইহুদিবাদী বসতিগুলির নিরাপত্তাহীনতার বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন, বিশেষ করে পশ্চিম তীরের উত্তরে অবস্থিত ইহুদিবসতিগুলোর বিষয়ে তেল আবিব শাসক গোষ্ঠীর কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ফিলিস্তিনি বন্দীদের প্রতি এই সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গুয়েরের পদক্ষেপের কারণে এই শাসক গোষ্ঠীর যুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এবং সেইসঙ্গে নিরাপত্তা সংস্থাগুলো এই অঞ্চলের পরিস্থিতির বিস্ফোরন্মুখ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে। ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বর্তমান পরিস্থিতিকে এইভাবে বর্ণনা করেছেন: "এক হাতে একটি অগ্নি নির্বাপক যন্ত্র  এবং অন্য হাতে অগ্নি ছড়িয়ে দেয়ার যন্ত্র। এতে করে  এই অঞ্চল পুড়ে ছাই হয়ে যাবে।"

এদিকে, দখলদার জেরুজালেম সরকারের মিডিয়া অনুযায়ী, চলতি বছরের  শুরু থেকে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় শাহাদাত পিয়াসী ফিলিস্তিনিদের হামলায় ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীসহ ৩৬ জন ইহুদিবাদী নিহত এবং ১০৯ জন আহত হয়েছে। ইহুদিবাদী পত্রিকা মা'আরিভ এক প্রতিবেদনে দখলদার শাসকের বর্তমান অবস্থাকে গত দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ বলে বর্ণনা করে লিখেছে, দ্বিতীয় ইন্তিফাদার পর এমন পরিস্থিতি আর দেখা যায় নি। নিঃসন্দেহে গত দুই দশকের মধ্যে দ্বিতীয় ইন্তিফাদার পর এ বছরটি সবচেয়ে কঠিন বছর। এই প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, ফিলিস্তিনিদের গত বছরের বেশিরভাগ অভিযানগুলো জেনিন, নাবলুস এবং এই অঞ্চলের অন্যান্য গ্রাম থেকে শুরু হয়েছিল, তবে ইসরাইলি নিরাপত্তা সংস্থাগুলিকে যা অবাক করেছে তা হল এই অভিযান ক্রমশ পশ্চিম তীরে ছড়িয়ে পড়ছে। #

পার্সটুডে/বাবুল আখতার/৭

 

 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।