ইরানের সঙ্গে ইসলামি জিহাদের ‘গভীর ও কৌশলগত’ সম্পর্ক রয়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i128750
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের ‘গভীর ও কৌশলগত’ সম্পর্ক রয়েছে বলে এই আন্দোলনের একজন শীর্ষস্থানীয় নেতা মন্তব্য করেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ০৯:২১ Asia/Dhaka
  • ইহসান আতাইয়া
    ইহসান আতাইয়া

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের ‘গভীর ও কৌশলগত’ সম্পর্ক রয়েছে বলে এই আন্দোলনের একজন শীর্ষস্থানীয় নেতা মন্তব্য করেছেন।

ইসলামি জিহাদের সিনিয়র পলিটব্যুরো সদস্য ইহসান আতাইয়া গতকাল গাজা উপত্যকায় দেয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরান, সিরিয়া ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক থাকার কারণে ইসলামি জিহাদের সামরিক শক্তি ও যুদ্ধ করার উচ্চ সক্ষমতা বজায় রয়েছে।

আতাইয়া বলেন, “যে কেউ ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইসলামি জিহাদ আন্দোলন তার সঙ্গে থাকবে।” তিনি বলন, ইহুদিবাদীদের দখল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডকে মুক্ত করার চূড়ান্ত লক্ষ্য অর্জন করার জন্য তার সংগঠন ‘যেকোনো মূল্য দিতে’ রাজি আছে।

ফিলিস্তিন থেকে জিহাদ আন্দোলনের নেতাদের বহিষ্কারের যে পদক্ষেপ ইহুদিবাদী ইসরাইল নিয়েছে তারও তীব্র সমালোচনা করেন এই সংগ্রামী নেতা। তিনি বলেন, “বেশ কয়েকজন জিহাদ কমান্ডারকে লেবাননে নির্বাসনে পাঠিয়েছে ইহুদিবাদী শত্রুরা। তবে তাদের জেনে রাখা উচিত আমরা বৈরুত কিংবা দামেস্কে বসেও আমাদের তৎপরতা শক্তিশালী করার ক্ষমতা রাখি।”#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।