তুর্কিয়ের সংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সন্ত্রাসী হামলা
(last modified Sun, 01 Oct 2023 11:54:03 GMT )
অক্টোবর ০১, ২০২৩ ১৭:৫৪ Asia/Dhaka
  • তুর্কিয়ের সংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সন্ত্রাসী হামলা

তুরস্কের পার্লামেন্ট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২ সন্ত্রাসী আজ হামলা চালিয়েছে।

আজ (রবিবার) আঙ্কারার কিজিলে এলাকায় পার্লামেন্ট ভবন ও তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এলাকাবাসীরা গুলির শব্দও শুনেছেন বলে জানিয়েছেন।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযানকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে দুই আত্মঘাতী বোমা হামলাকারীকে সনাক্ত করা হয়েছে। তাদের একজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর  আগেই নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন। অন্যজন আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিতে সক্ষম হয়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি এরলিকায়া বলেছেন ওই অভিযানে তুরস্কের নিরাপত্তা বাহিনীর ২ সদস্যও সামান্য আহত হয়েছেন। আঙ্কারার পাবলিক প্রসিকিউটর অফিস ওই সন্ত্রাসী হামলার তদন্ত শুরু করেছে। এলাকাটি এখন নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে।

তুরস্কের বায়ু এবং মহাকাশ শিল্প ওই বিস্ফোরণের শব্দকে এফ-১৬ ফাইটারের শব্দ মনে করেছিল। ওই ফাইটারগুলো পরীক্ষা এবং আপডেট করার জন্য নিয়মিত আকাশে উড়ে থাকে।

তুরস্কের সকল পার্লামেন্ট সদস্য এবং প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান আজ স্থানীয় সময় বিকেল ২টায় সংসদে উপস্থিত হওয়ার কথা ছিল।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ