দক্ষিণ লেবানন দিয়ে ইসরাইলে ঢুকে পড়েছে ফিলিস্তিনি যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i129172
দখলদার ইসরাইল ও লেবাননের সীমান্তে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এরইমধ্যে সীমান্ত বেড়া ভেঙে একদল সশস্ত্র ব্যক্তি লেবানন সীমান্ত দিয়ে দখলদার ইসরাইলে ঢুকে পড়েছে। এ অবস্থায় ইসরাইল আকাশে বিমান ও ড্রোন উড়িয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ০৯, ২০২৩ ২১:০৯ Asia/Dhaka
  • দক্ষিণ লেবানন দিয়ে ইসরাইলে ঢুকে পড়েছে ফিলিস্তিনি যোদ্ধারা

দখলদার ইসরাইল ও লেবাননের সীমান্তে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এরইমধ্যে সীমান্ত বেড়া ভেঙে একদল সশস্ত্র ব্যক্তি লেবানন সীমান্ত দিয়ে দখলদার ইসরাইলে ঢুকে পড়েছে। এ অবস্থায় ইসরাইল আকাশে বিমান ও ড্রোন উড়িয়েছে।

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডস বলেছে, তারা দক্ষিণ লেবানন সীমান্ত দিয়ে ইসরাইলে ঢুকে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে। সংঘর্ষে চার ইসরাইলি সেনা আহত হয়েছে।

ইসরাইলের উত্তর সীমান্তে অর্থাৎ লেবানন সীমান্তে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে একদল সশস্ত্র ব্যক্তি সীমান্ত দেয়ালে বিস্ফোরণ ঘটিয়ে ইসরাইলের ভেতরে প্রবেশ করেছে।

ইসরাইল-লেবাননের এই সীমান্ত পয়েন্টটি আল দাহিরা উপশহরের কাছেই অবস্থিত। ইসরাইল বিরোধী সশস্ত্র ব্যক্তিদের ঠেকাতে আকাশে বিমান ও ড্রোন উড়িয়েছে দখলদার বাহিনী।

এছাড়া আজ লেবানন ভূখণ্ড থেকে ইসরাইলে ১২ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে কোনো কোনো সূত্র দাবি করেছে। এর আগে গতকাল লেবাননের হিজবুল্লাহ ইসরাইলের তিনটি অবস্থানে কামানের গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।# 

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।