ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে মধ্যস্থতা করতে প্রস্তুত এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i129214-ইসরাইল_ফিলিস্তিন_সংঘাতে_মধ্যস্থতা_করতে_প্রস্তুত_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যকার চলমান সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে তিনি প্রস্তুত রয়েছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ১০, ২০২৩ ১৯:৩৩ Asia/Dhaka
  • ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে মধ্যস্থতা করতে প্রস্তুত এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যকার চলমান সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে তিনি প্রস্তুত রয়েছেন।

এজন্য আংকারা কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করবে বলে তিনি ঘোষণা দেন। এরদোগান বলেন, যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে হবে। এজন্য তিনি এই কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করবেন। তিনি বলেন, সামরিক উপায়ে ইসরাইল ও ফিলিস্তিনের দ্বন্দ্ব নিরসনের চেষ্টা শুধুমাত্র সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে তুলবে। এছাড়া, এতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরো বেশি ছড়িয়ে পড়বে। এরদোগান বলেন, অনুরোধ পেলে বন্দি বিনিময়ের মতো বিষয়েও তিনি মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছেন। ইসরাইলের প্রেসিডেন্ট ইজজাক হেরজোগের সঙ্গে গতকাল (সোমবার) এক টেলিফোন সংলাপে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। এর আগে এরদোগান রক্তপাত এড়ানোর জন্য ইসরাইল-ফিলিস্তিন দু পক্ষের প্রতিই তিনি আহ্বান জানান।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।