গাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘের ১১ কর্মী ৩০ স্কুল শিক্ষার্থী নিহত
(last modified Fri, 13 Oct 2023 08:34:25 GMT )
অক্টোবর ১৩, ২০২৩ ১৪:৩৪ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘের ১১ কর্মী ৩০ স্কুল শিক্ষার্থী নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর পাশবিক হামলায় জাতিসংঘের ১১ কর্মী এবং জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নেয়া ৩০ শিক্ষার্থী নির্মমভাবে নিহত হয়েছেন।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিচ নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেছেন, “গত শনিবার থেকে এ পর্যন্ত জাতিসংঘের ১১ কর্মী নিহত হয়েছেন।” তিনি আরো জানান, “জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে ৩০ শিক্ষার্থী নিহত এবং আরো আটজন আহত হয়েছে।”

জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থা ইউএনআরডাব্লিউএ’র উপ পরিচালক জেনিফার অস্টিন বলেছেন, তাদের নিহত কর্মীদের মধ্যে পাঁচজন শিক্ষক, একজন গাইনোকলজিস্ট, একজন প্রকৌশলি, একজন কাউন্সেলর ও তিনজন সহকারী রয়েছেন।

অস্টিন বলেন, “ইউএনআরডব্লিউএ এই প্রাণহানির জন্য শোক প্রকাশ করছে এবং আমাদের সহকর্মী ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।” তিনি আরো বলেন, “সংঘর্ষে সব সময় জাতিসংঘের কর্মী ও বেসামরিক নাগরিকদের রক্ষা করতে হবে। আরও বেসামরিক নাগরিকের প্রাণহানি এড়াতে আমরা যুদ্ধ শেষ করার আহ্বান জানাই।”

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বেসামরিক নাগরিকদের সুরক্ষিত রাখার এবং আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।  বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি বলেছেন, প্রায় ২,২০,০০০ ফিলিস্তিনি এখন গাজা জুড়ে জাতিসংঘের পক্ষ থেকে স্থাপিত ৯২টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। গুতেরেস বলেন, জাতিসংঘের আশ্রয়কেন্দ্র, হাসপাতাল, ক্লিনিক এবং স্কুলগুলিকে কখনও হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৩