গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল, বিশ্ব সম্প্রদায় এগিয়ে আসুক : ফিলিস্তিন রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/west_asia-i129544-গাজায়_গণহত্যা_চালাচ্ছে_ইসরাইল_বিশ্ব_সম্প্রদায়_এগিয়ে_আসুক_ফিলিস্তিন_রাষ্ট্রদূত
গাজার আল আহলি হাসপাতালে হামলার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করে ভারতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আদনান আবু আল হাইজা বলেছেন, গতকাল ইসরাইল হাসপাতালে হামলা চালিয়ে ৫০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। হামলার পেছনে তারা নেই বলে মিথ্যাচার করছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ১৮, ২০২৩ ১৯:২৯ Asia/Dhaka
  • ভারতে নিযুক্ত ফিলিস্তিন কর্তৃপক্ষের রাষ্ট্রদূতের সঙ্গে ইন্ডিয়া জোটের একদল নেতা
    ভারতে নিযুক্ত ফিলিস্তিন কর্তৃপক্ষের রাষ্ট্রদূতের সঙ্গে ইন্ডিয়া জোটের একদল নেতা

গাজার আল আহলি হাসপাতালে হামলার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করে ভারতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আদনান আবু আল হাইজা বলেছেন, গতকাল ইসরাইল হাসপাতালে হামলা চালিয়ে ৫০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। হামলার পেছনে তারা নেই বলে মিথ্যাচার করছে।

তিনি আজ (বুধবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে যাচ্ছি না। আমাদের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রামাল্লায় ফিরে গেছেন। ইসরাইলকে টার্গেট করে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ‘মঙ্গলবার তারা একটি স্কুলেও বোমা হামলা চালায়, যাতে ৬ শিশু নিহত হয়েছে। এ জন্য দায়ী আন্তর্জাতিক সম্প্রদায়।’ 

তিনি বলেন, গাজার জনগণ হামাস নয়। সেখানকার অবস্থা খুবই খারাপ। সেখানে মানুষ খাবার ও পানীয় পাচ্ছে না। এমনকি গাজার হাসপাতালগুলোতে অক্সিজেনও নেই। এমন পরিস্থিতিতে মানুষকে বাঁচানো কঠিন হয়ে পড়ছে। এ দিকে কারো নজর নেই।’

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, গাজার সাধারণ মানুষের এ সময়ে ত্রাণ সহায়তার খুব  প্রয়োজন। আশা করা হয়েছিল যে জো বাইডেনের ইসরাইল সফরে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। আদনান আবু আল হাইজা বলেন, ‘আমরা ভেবেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফর জাতিসংঘকে গাজায় ত্রাণ সহায়তা পাঠাতে সাহায্য করবে, কিন্তু হাসপাতালের এই হামলা আমাদের আশাকে ধূলিসাৎ করে দিয়েছে। এখানে সাহায্য পৌঁছনোর কোনো আশা দেখা যাচ্ছে না।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরাইল গাজায় একনাগাড়ে নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে নারী, শিশুসহ কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রদূত এ প্রসঙ্গে আজ বলেন, ‘ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে। এখন এ কথা কারো কাছে গোপন নয়। তারা বেসামরিক লোকদের দক্ষিণে সরে যেতে বলে এবং তারপর তাদের উপর বোমা চালায়।  গাজার জনগণের যাওয়ার বা জীবন বাঁচানোর কোনো জায়গা নেই। এমতাবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখন এগিয়ে আসা এবং বোমা হামলা বন্ধে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করা’ বলেও মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আদনান আবু আল হাইজা। #

পার্সটুডে/এমএএইচ/১৮ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।