তুরস্ক থেকে সমস্ত কূটনীতিক প্রত্যাহার করল ইসরাইল
(last modified Fri, 20 Oct 2023 08:22:37 GMT )
অক্টোবর ২০, ২০২৩ ১৪:২২ Asia/Dhaka
  • তুরস্ক থেকে সমস্ত কূটনীতিক প্রত্যাহার করল ইসরাইল

তুরস্কের দূতাবাস থেকে সমস্ত কূটনীতিককে প্রত্যাহার করেছে ইহুদিবাদী ইসরাইল। ফিলিস্তিনের গাজা উপত্যকার বিরুদ্ধে দখলদার সেনারা যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তাতে বিশ্বব্যাপী প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং ইসরাইল আশঙ্কা করছে তুরস্কের বিক্ষুব্ধ জনতা দূতাবাস কর্মীদের উপর হামলা চালাতে পারে। এ আশঙ্কা থেকে দূতাবাসের সমস্ত কূটনীতিকে প্রত্যাহার করা হয়েছে।

গত কয়েকদিন ধরে তুরস্কের বিভিন্ন শহরে ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ-মিছিল ও সমাবেশ হচ্ছে। হামলার ভয়ে এরইমধ্যে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা শহরের কনসুলেট অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলের একজন সরকারি কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে গতকাল (বৃহস্পতিবার) বলেন, মধ্যপ্রাচ্য জুড়ে যে প্রচণ্ড উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার কারণে আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তুরস্কের দুজন সরকারি কর্মকর্তা টাইমস অব ইসরাইলকে জানিয়েছেন, রাজনৈতিক কারণে নয় বরং কূটনীতিক প্রত্যাহার করা হচ্ছে সম্পূর্ণ নিরাপত্তা উদ্বেগের কারণে।

এর একদিন আগে ইহুদিবাদী সরকার তুরস্ক থেকে তার সমস্ত নাগরিককে ইসরাইলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। তার আগে ইস্তাম্বুল শহরে ইসরাইলি কনসুলেটের সামনে অনেকটা মারমুখী-বিক্ষোভ প্রতিবাদ অনুষ্ঠিত হয়। সে সময় কোনো কোনো বিক্ষোভকারী ইসরাইলি কনসুলেট অফিসের দিকে পাথর ও ককটেল ছুঁড়ে মারে। এমনকি কনসুলেট ভবনে কেউ কেউ আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে। এ অবস্থায় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পানি কামান ও মরিচের গুঁড়া ব্যবহার করে।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ