তুরস্ক থেকে ইসরাইলি রাষ্ট্রদূত প্রত্যাহার, মধ্যপ্রাচ্যে নিযুক্ত সব কুটনীতিককে ফেরার নির্দেশ
https://parstoday.ir/bn/news/west_asia-i129608-তুরস্ক_থেকে_ইসরাইলি_রাষ্ট্রদূত_প্রত্যাহার_মধ্যপ্রাচ্যে_নিযুক্ত_সব_কুটনীতিককে_ফেরার_নির্দেশ
নিরাপত্তাগত কারণ দেখিয়ে আঙ্কারায় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইরিত লিলিয়ানসহ সকল কূটনীতিক গতকাল (বৃহস্পতিবার) তুরস্ক ত্যাগ করেছেন। গাজায় নৃশংস হামলার প্রতিবাদে তীব্র বিক্ষোভের মুখে মধ্যপ্রাচ্যের সকল দেশ থেকে কূটনীতিকদের প্রত্যাহার করতে যাচ্ছে ইহুদিবাদী সরকার। তুরস্কের ইহলাস নিউজ অ্যাজেন্সি এ খবর দিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ২০, ২০২৩ ১৪:৩৯ Asia/Dhaka
  • তুরস্কে ইসরাইলি রাষ্ট্রদূত নিয়োগের সময় (ফাইল ফটো)
    তুরস্কে ইসরাইলি রাষ্ট্রদূত নিয়োগের সময় (ফাইল ফটো)

নিরাপত্তাগত কারণ দেখিয়ে আঙ্কারায় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইরিত লিলিয়ানসহ সকল কূটনীতিক গতকাল (বৃহস্পতিবার) তুরস্ক ত্যাগ করেছেন। গাজায় নৃশংস হামলার প্রতিবাদে তীব্র বিক্ষোভের মুখে মধ্যপ্রাচ্যের সকল দেশ থেকে কূটনীতিকদের প্রত্যাহার করতে যাচ্ছে ইহুদিবাদী সরকার। তুরস্কের ইহলাস নিউজ অ্যাজেন্সি এ খবর দিয়েছে।

একটি হিব্রু মিডিয়ার বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, নিরাপত্তার কারণে জর্ডান, মরক্কো এবং বাহরাইন থেকেও ইসরাইলি কুটনীতিকরা চলে গেছেন।

ইসরাইলের জাতীয় নিরাপত্তা পরিষদ গত মঙ্গলবার বিকেলে তুরস্ক থেকে সকল কূটনীতিককে যত দ্রুত সম্ভব ফিরে আসার নির্দেশ দেয়। বুধবার ইস্তাম্বুলের কনস্যুলেট জানায়, ক্রমবর্ধমান ‘সন্ত্রাসী হুমকির' মুখে তারা নিজেদের নিরাপত্তার জন্য চলে যাচ্ছে।

একটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটি একটি সাময়িক ব্যবস্থা। এটি স্বল্প মেয়াদে থাকবে।'

ফিলিস্তিনের গাজার আল আহলি আরব হাসপাতালে ভয়াবহ বোমা হামলার প্রতিবাদে তুরস্কের রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলে ইসরাইলবিরোধী ব্যাপক বিক্ষোভ করে হাজারো মানুষ। এসময় ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। তাদের দমনে টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। ইসরাইলি দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল ও আতশবাজি ছোড়ে বিক্ষুব্ধরা। উদ্ভুত পরিস্থিতিতে  এবার তুরস্ক থেকে সকল কুটনীতিক প্রত্যাহার করে নিল ইসরাইল।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২০