ইসরাইলের কাছে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i129718
ইহুদিবাদী ইসরাইলের কাছে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। ইসরাইল এবং হামাসের মধ্যে যখন বড় রকমের সংঘর্ষ চলছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এই ঘোষণা দিল। এই পদক্ষেপের আওতায় আমেরিকা এরইমধ্যে ইসরাইলের কাছাকাছি থাড এবং পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ২২, ২০২৩ ১৮:১১ Asia/Dhaka
  • থাড প্রতিরক্ষা ব্যবস্থা
    থাড প্রতিরক্ষা ব্যবস্থা

ইহুদিবাদী ইসরাইলের কাছে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। ইসরাইল এবং হামাসের মধ্যে যখন বড় রকমের সংঘর্ষ চলছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এই ঘোষণা দিল। এই পদক্ষেপের আওতায় আমেরিকা এরইমধ্যে ইসরাইলের কাছাকাছি থাড এবং পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে।

গতকাল (শনিবার) এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের নিরাপত্তা বাড়ানোর জন্য ওই অঞ্চলের কয়েকটি অজ্ঞাত স্থানে থাড এবং পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে। ২০০ কিলোমিটার দূরবর্তী যেকোনো লক্ষ্যবস্তু ভূপাতিত করতে পারে থাড প্রতিরক্ষা ব্যবস্থা।

অন্যদিকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ১৬০ কিলোমিটার দূরের ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান ভূপাতিত করতে পারে।

এ সম্পর্কে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, সম্প্রতি ইরান এবং তার প্রক্সি ফোর্স মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু করেছে। এ প্রেক্ষাপটে বিস্তারিত আলোচনা করে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।