লেবানন থেকে দূতাবাসকর্মী ও কূটনীতিকদের পরিবার সরিয়ে নিল সৌদি আরব
(last modified Wed, 25 Oct 2023 03:48:35 GMT )
অক্টোবর ২৫, ২০২৩ ০৯:৪৮ Asia/Dhaka
  • লেবানন থেকে দূতাবাসকর্মী ও কূটনীতিকদের পরিবার সরিয়ে নিল সৌদি আরব

লেবাননের দূতাবাস থেকে অফিস স্টাফ এবং কূটনীতিকদের পরিবার-পরিজনকে দেশে ফেরত নিয়েছে সৌদি সরকার। ইহুদিবাদী ইসরাইল এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে যখন প্রতিদিন হামলা পাল্টা হামলার ঘটনা বাড়ছে তখন সৌদি আরব এই ব্যবস্থা নিল।

লেবাননের বিমানবন্দরের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) দূতাবাস কর্মী ও কূটনীতিকদের পরিবার পরিজনকে সরিয়ে নেয়ার কাজ সম্পন্ন হয়।

এপি বলছে, সামরিক বিমানে করে প্রায় ৬৫ জন সৌদি নাগরিক গতকাল লেবানন ছেড়েছেন। তবে লেবাননে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ওয়ালিদ বুখারি এবং সামরিক অ্যাটাশে ও অন্যান্য কূটনীতিক লেবানন ছাড়েননি। এর আগে দ্রুত লেবানন থেকে দেশে ফেরার জন্য সৌদি নাগরিকদের প্রতি রিয়াদ সরকার আহ্বান জানিয়েছিল।

গত রোববার লেবাননের মার্কিন দূতাবাসও আমেরিকান নাগরিকদের অনিশ্চিত পরিস্থিতির মধ্যে লেবানন থেকে দ্রুত দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৫

 

ট্যাগ