জাতিসংঘকে উচিত শিক্ষা দেয়ার সময় এসেছে: ইহুদিবাদী ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i129834-জাতিসংঘকে_উচিত_শিক্ষা_দেয়ার_সময়_এসেছে_ইহুদিবাদী_ইসরাইল
ইসরাইলের বিরুদ্ধে হামাসের গত ৭ অক্টোবরের অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যে বক্তব্য দিয়েছেন তাতে বেজায় ক্ষেপেছে তেল আবিব। জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত গিলাদ ইরডান বলেছেন, জাতিসংঘের কর্মকর্তাদের আর কখনও ইসরাইলের ভিসা দেয়া হবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৫, ২০২৩ ১৫:৪৫ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত গিলাদ ইরডান
    জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত গিলাদ ইরডান

ইসরাইলের বিরুদ্ধে হামাসের গত ৭ অক্টোবরের অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যে বক্তব্য দিয়েছেন তাতে বেজায় ক্ষেপেছে তেল আবিব। জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত গিলাদ ইরডান বলেছেন, জাতিসংঘের কর্মকর্তাদের আর কখনও ইসরাইলের ভিসা দেয়া হবে না।

ইরডান ইহুদিবাদী সরকারের আর্মি রেডিওকে বলেছেন, “গুতেরেসের বক্তব্যের কারণে জাতিসংঘের প্রতিনিধিদেরকে আমরা ভিসা দিতে অস্বীকৃতি জানাব।” তিনি আরো বলেন, “আমরা এরইমধ্যে জাতিসংঘ মহাসচিবের মানবিক ত্রাণ বিষয়ক জাতিসংঘের সহকারী মহাসচিব মার্টিন গ্রিফিতসকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছি।”

ইসরাইলি রাষ্ট্রদূত অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ কণ্ঠে বলেন, “তাদেরকে [জাতিসংঘের কর্মকর্তাদের] উচিত শিক্ষা দেয়ার সময় এসে গেছে।” জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, ইসরাইলে হামাসের হামলা বিনা কারণে হয়নি। দীর্ঘদিন ধরে গাজাবাসীকে তাদের অধিকার থেকে বঞ্চিত রাখার কারণেই হামাস এ হামলা চালিয়েছে।

জাতিসংঘের মহাসচিব বলেন, “এটি স্বীকার করে নিতে হবে ইসরাইলে হামাসের হামলা এমনিতেই হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার হয়েছে। তারা তাদের ভূখণ্ড [ইহুদি] বসতিতে পরিণত হতে এবং সহিংসতায় জর্জরিত হতে দেখেছে। তাদের অর্থনীতির গলা টিপে রাখা হয়েছে। এই মানুষগুলো বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। তাদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশা ধূলিসাৎ হয়ে গেছে।”

গুতেরেসের এই নজিরবিহীন অকপট স্বীকারোক্তির পর জাতিসংঘের মহাসচিব পদ থেকে তাকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে তেল আবিব।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৫