ইসরাইলের স্বীকারোক্তি:
হামাসের বিরুদ্ধে পরাজয়ের কথা স্বীকার করলেন ইহুদিবাদী ইসরাইলি মন্ত্রী
ইহুদিবাদী ইসরাইলের পরিবহণমন্ত্রী হামাসের বিরুদ্ধে তাদের পরাজয়ের কথা স্বীকার করেছেন। তবে পরাজয়ের জন্য তিনি তাদের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে দায়ী করেছেন।
ইহুদিবাদী ইসরাইলের লাগাতার অপরাধের জবাবে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা গত ৭ অক্টোবর তারিখে তেল আবিবের বিভিন্ন অবস্থানে "আল-আকসা তুফান" নামে বিস্ময়কর একটি অভিযান শুরু করে।
ওই অভিযানের পর থেকে ইহুদিবাদী সেনাবাহিনী হামাসের প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করতে না পেরে গাজার আবাসিক এলাকা, হাসপাতাল, ধর্মীয় কেন্দ্র এবং স্কুলে নির্বিচার বোমাবর্ষণ করে যাচ্ছে। আন্তর্জাতিক মহল নিরীহ মানুষের ওপর ইসরাইলি ওই আগ্রাসনকে সুস্পষ্ট যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের পরিবহন মন্ত্রী মিরি রিগিও আজ (বুধবার) বলেছেন: হামাসের অভিযান মোকাবেলায় তারা ব্যর্থ হয়েছে। পরাজয়ের কারণ হিসেবে তিনি তাদের সেনা কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে দায়ী করেছেন। গাজা উপত্যকায় হামাসের আচরণ ও তৎপরতা সম্পর্কে ইসরাইলি গোয়েন্দারা অবহিত করতে পারে নি।
রিগিও আরও বলেছেন: রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো তো সেনাবাহিনী কিংবা গোয়েন্দা সংস্থাগুলোর কাজ করতে পারে না। তারা তো ওই বিশেষ সংস্থাগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতেই কাজ করে।
হারেতয পত্রিকাও লিখেছে: লিকুদ পার্টির কিছু প্রতিনিধি এবং মন্ত্রী চাচ্ছে চলমান যুদ্ধের পরে নেতানিয়াহুকে পরাজিত বলে ঘোষণা করতে। তবে এই মুহূর্তে তারা তাদের অবস্থান ঘোষণা করতে প্রস্তুত নয় বলে পত্রিকাটি জানিয়েছে। পরাজয়ের দায় স্বীকার করতে নেতানিয়াহুকে বাধ্য করার জন্য নেতানিয়াহুর মন্ত্রিসভার লিকুদ দলীয় তিনজন মন্ত্রী পদত্যাগ করার পরিকল্পনা করছেন।
ফিলিস্তিনি প্রতিরোধের মোকাবেলায় ইহুদিবাদী ইসরাইলের পরাজয়ের পর নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার প্রতি অধিকৃত অঞ্চলের বাসিন্দাদের ঘৃণা বহুগুণ বেড়ে গেছে বলেও হারেৎয জানায়।#
পার্সটুডে/এনএম/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।