'গাজায় ইসরাইলের স্থল অভিযানে ৫ হাজার মার্কিন সেনা জড়িত'
(last modified Sun, 29 Oct 2023 10:55:23 GMT )
অক্টোবর ২৯, ২০২৩ ১৬:৫৫ Asia/Dhaka
  • 'গাজায় ইসরাইলের স্থল অভিযানে ৫ হাজার মার্কিন সেনা জড়িত'

ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী শুক্রবার রাতে গাজায় যে স্থল অভিযান চালিয়েছে তাতে প্রায় পাঁচ হাজার মার্কিন সেনা জড়িত ছিল। কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর দিয়েছে।

তাসনিম জানায়, শুক্রবার রাতে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের স্থল হামলায় সামরিক বাহিনীর তিনটি ডিভিশন ও বেশ কয়েকটি ব্রিগেড অংশ নেয়। সূত্রগুলো গাজায় ইসরাইলি আগ্রাসনে প্রায় পাঁচ হাজার মার্কিন সেনার অংশগ্রহণের দিকেও ইঙ্গিত করেছে।

তাসনিম এর আগে রিপোর্ট করেছিল যে, মার্কিন সামরিক কমান্ডাররা কার্যত ইসরাইলি সেনাবাহিনীর চলমান পরিস্থিতির দায়িত্ব নিয়েছে কারণ আল-আকসা তুফান অভিযানে ইহুদিবাদী বাহিনী শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে এবং ইসরাইলি নেতারা তাদের পরিচালনার ক্ষমতা ও অনেক সেনার আনুগত্যের ওপর আস্থা হারিয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনীর লক্ষ্য হলো- গাজাকে দুই বা তিনটি ভাগে বিভক্ত করা এবং যুদ্ধের পরের ধাপ শুরুর আগে ফিলিস্তিনি প্রতিরোধ শক্তিগুলোর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করা। দখলদার বাহিনী ২০১৪ সালে একই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিল যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ