গাজায় বাঙ্কার-বিধ্বংসী বোমা ফেলছে ইসরাইল; শহীদের সংখ্যা বেড়ে ৮ হাজার
(last modified Sun, 29 Oct 2023 11:48:53 GMT )
অক্টোবর ২৯, ২০২৩ ১৭:৪৮ Asia/Dhaka
  • গাজায় বাঙ্কার-বিধ্বংসী বোমা ফেলছে ইসরাইল; শহীদের সংখ্যা বেড়ে ৮ হাজার

গাজায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করতে বাঙ্কার-বিধ্বংসী বোমা হামলা করছে দখলদার ইসরাইল। আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, গাজায় বাঙ্কার-বিধ্বংসী বোমা ব্যবহার করার কারণে বিভিন্ন ভবন মাটির সঙ্গে মিশে যাচ্ছে, বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারাচ্ছে।

এ ধরণের বোমা সাধারণত বাঙ্কারসহ সামরিক স্থাপনা ধ্বংসের কাজে ব্যবহার করা হয়। ইসরাইলি বোমা হামলায় গাজার বিশাল বিশাল ভবন মাটির সঙ্গে মিশে যাচ্ছে। অন্তত এক হাজারের বেশি লাশ এসব ভবনের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

টানা ২৩ দিন ধরে ফিলিস্তিনের গাজার নিরস্ত্র ও অসহায় মানুষদের ওপর বোমা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। ইসরাইলি হামলায় গাজায় এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনির সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। আজও বিমানের সাহায্যে গাজার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করছে দখলদার ইসরাইল। এ কারণে প্রতি মুহূর্তেই শহীদের সংখ্যা বাড়ছে।

এদিকে, ফিলিস্তিনের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় গত ২৩ দিনে ২ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থী এবং স্কুলের ৭০ জন স্টাফ শহীদ হয়েছেন। ইসরাইলি হামলায় প্রায় দুইশ' স্কুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এছাড়া, আজ ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে এ নিয়ে এ পর্যন্ত সেখানে ১১৫ জন ফিলিস্তিনি শহীদ হলেন।# 

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ