তীব্র নিন্দা তুর্কি পররাষ্ট্র ন্ত্রণালয়ের
গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালে বোমাবর্ষণ করল মানবতার শত্রু ইসরাইল
এবার অবরুদ্ধ গাজা উপত্যকার একমাত্র ক্যান্সার হাসপাতালে বোমাবর্ষণ করেছে ইসরাইলি সেনারা। গতকাল (সোমবার) তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতালে বিমান হামলা চালায় দখলদার সেনারা।
তুর্কি সরকার সেদেশের অর্থায়নে পরিচালিত গাজার একমাত্র এই ক্যান্সার হাসপাতালে দখলদার সেনাদের বোমাবর্ষণের তীব্র নিন্দা জানিয়েছে।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ কঠোর ভাষায় নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ওই হাসপাতালের অবস্থান এবং সেখানকার কার্যক্রমের বিশদ বর্ণনা দিয়ে ইসরাইলকে এর আগে সেখানে হামলা না চালানোর আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ইসরাইলি সেনারা হাসপাতালটিতে বিমান হামলা চালিয়েছে।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণকে তাদের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত রাখার উদ্দেশ্যে গাজা উপত্যকার ওপর কঠোর অবরোধ আরোপ এবং সেখানকার আবাসিক ভবন ও চিকিৎসা কেন্দ্রগুলোর ওপর অমানবিক হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে গাজার আবাসিক এলাকাগুলোর ওপর নির্বিচারে হামলা চালানো থেকে বিরত থাকার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানানো হয়।
তুর্কি সরকারের অর্থায়নে গাজার ক্যান্সার হাসপাতালটির নির্মাণ কাজ ২০১১ সালে শুরু এবং ২০১৭ সালে শেষ হয়। ৩৪,৮০০ স্কয়ার মিটার আয়তনের হাসপাতালটি ফিলিস্তিনের সবচেয়ে বড় হাসপাতাল। ছয় তলাবিশিষ্ট এই হাসপাতালে ১৮০টি বেড রয়েছে।
এর আগে গতকাল (সোমবার) গাজা উপত্যকার তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতালে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে হাসপাতালটির তৃতীয় ও ষষ্ঠ তলা ক্ষতিগ্রস্ত হয়।
এর দু’সপ্তাহ আগে গাজার আল-আহলি আরব হাসপাতালে ভয়াবহ বোমাবর্ষণ করে ইহুদিবাদী সেনারা। এছাড়া, গতকাল (সোমবার) ও তার আগের দিন রোববার গাজা সিটির আল-কুদস ও আশ-শিফা হাসপাতালের আশপাশে বোমাবর্ষণ করে ইসরাইলি সেনারা। এতে ওই হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিদের পাশাপাশি চিকিৎসকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।#
পার্সটুডে/এমএমআই/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।