আমেরিকা ও তার মিত্ররা বিশ্ব শান্তি জলাঞ্জলি দিচ্ছে: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i130262-আমেরিকা_ও_তার_মিত্ররা_বিশ্ব_শান্তি_জলাঞ্জলি_দিচ্ছে_ইরান
গাজা উপত্যকার বুরেইজ শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলের বর্বর বিমান হামলার কঠোর নিন্দা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, ইসরাইলের স্বার্থ রক্ষার জন্য আমেরিকা ও তার মিত্ররা বিশ্ব শান্তি ও মানবাধিকারকে জলাঞ্জলি দিচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৩, ২০২৩ ১৯:২৬ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি হামলায় নিহত এক শিশুকে সরাচ্ছে উদ্ধারকারীরা
    গাজায় ইসরাইলি হামলায় নিহত এক শিশুকে সরাচ্ছে উদ্ধারকারীরা

গাজা উপত্যকার বুরেইজ শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলের বর্বর বিমান হামলার কঠোর নিন্দা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, ইসরাইলের স্বার্থ রক্ষার জন্য আমেরিকা ও তার মিত্ররা বিশ্ব শান্তি ও মানবাধিকারকে জলাঞ্জলি দিচ্ছে।

কানয়ানি বলেন, “এটা একেবারেই স্পষ্ট যে, আমেরিকা ও সীমিত কয়েকটি দেশ জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদকে পণবন্দী করে রেখেছে। তারা বর্ণবাদী ও অপরাধী ইসরাইলের স্বার্থকে প্রাধান্য দেয় যার কারণে বিশ্ব শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারকে মূল্য দিতে হচ্ছে।” গতকাল সন্ধ্যায় এক্স পেইজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন কানয়ানি।

গাজা কর্তৃপক্ষ গতকাল জানিয়েছে, বুরেইজ শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান বিমান হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ শরণার্থী শিবিরটি গাজার কেন্দ্রস্থলে অবস্থিত।

গাজার সিভিল ডিফেন্স সার্ভিসের এক মুখপাত্র জানিয়েছেন, বিমান থেকে ফেলা বোমা একটি আবাসিক ভবনে আঘাত করে এবং বড় রকমের হতাহতের ঘটনা ঘটে। বলা হচ্ছে, ধ্বংসস্তুপের নিচে বহু মানুষ আটকা পড়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন