বেড়েছে গাজা-ইসরাইল যুদ্ধের বিস্তৃতি
ইরানে গুরুত্বপূর্ণ সফরে এসেছেন ইরাকের প্রধানমন্ত্রী
ইরাকের প্রধানমন্ত্রী মুহাম্মদ শিয়া আল-সুদানি সরকারি সফরে ইরানে এসেছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে যখন ইহুদিবাদী ইসরাইলের সংঘাত আরো বেড়েছে তখন তিনি ইরান সফরে এলেন। তেহরানে অবস্থানকালে তিনি ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল রয়েছে। প্রতিনিধিদলটি নিয়ে আল-সুদানি আজ (সোমবার) সকালে রাজধানী তেহরানে পৌঁছান এবং ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তাকে তেহরানের সাদাতাবাদের সাংস্কৃতিক ও ঐতিহাসিক কমপ্লেক্সে স্বাগত জানান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং শিয়া আল-সুদানিকে গার্ড অব অনার দেয়া হয়।
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ইরাকি প্রধানমন্ত্রীর বৈঠকের পরিকল্পনা রয়েছে এবং পরে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
ইরান সফরে আসার আগে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল ইরাকের রাজধানী বাগদাদে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কোনো ঘোষণা ছাড়াই তিনি গতকাল বাগদাদ সফর করেন।
সফরের সময় তিনি সাংবাদিকদের বলেন, তার দেশ ইরানের সঙ্গে সংঘাত চায় না, কিন্তু বিশেষ করে ইরান ও সিরিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। এর মধ্য দিয়ে তিনি মূলত ইরাক ও সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের রক্ষা করার কথা বলেছেন।
গত ৭ অক্টোবর থেকে গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর ইসরাইলের বর্বরতা ও গণহত্যার প্রতি প্রকাশ্য সমর্থন দিয়েছে আমেরিকা। তবে ইরান বলেছে, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে এবং ইসরাইলের প্রতি আমেরিকার মদদ অব্যাহত থাকলে মার্কিন স্বার্থে প্রচণ্ড আঘাত করা হবে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৬