গাজা যুদ্ধে যেতে ইচ্ছুক ইরাকিদের হত্যার হুমকি দিলেন জর্ডানের সাবেক কর্মকর্তা
(last modified Tue, 07 Nov 2023 11:26:16 GMT )
নভেম্বর ০৭, ২০২৩ ১৭:২৬ Asia/Dhaka
  • মুহাম্মাদ আল মুমেনি
    মুহাম্মাদ আল মুমেনি

গাজায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে যেতে ইচ্ছুক ইরাকিদের হত্যার হুমকি দিয়েছেন জর্ডান সরকারের সাবেক মুখপাত্র মুহাম্মাদ আল মুমেনি।

জর্ডান সীমান্তে সমবেত ইরাকিদের উদ্দেশ্য করে তিনি বলেন, 'আমাদের সীমান্ত লঙ্ঘন করা হলে তোমাদের কবর রচনা করা হবে। জর্ডানেই তোমাদের কবর দেওয়া হবে।'

জর্ডান সীমান্তের কাছে সমবেত হয়ে ইরাকিরা প্রতিদিনই ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করছে এবং গাজার মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করছে। এসব ইরাকি জর্ডান সরকারের কাছে সীমান্ত খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন যাতে তারা জর্ডানের ভেতর দিয়ে ফিলিস্তিনে গিয়ে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন। জর্ডান সরকার এখন পর্যন্ত এই আহ্বানে সাড়া দেয়নি।

গাজায় ইসরাইলের পাশবিক হামলা শুরুর পর থেকেই ইরাকের বিভিন্ন প্রান্ত থেকে জর্ডান সীমান্তে জড়ো হয়েছেন অনেক মানুষ। তাদের অনেকে সেখানে অবস্থানও নিয়েছেন। কিন্তু সীমান্ত বন্ধ থাকায় তারা ফিলিস্তিনে যেতে পারছেন না।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ