গাজার নিরাপত্তা নিতে আবারো নেতানিয়াহুর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য
(last modified Sun, 12 Nov 2023 12:06:31 GMT )
নভেম্বর ১২, ২০২৩ ১৮:০৬ Asia/Dhaka
  • নেতানিয়াহু
    নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারো বলেছেন, গাজা যুদ্ধ শেষ হলেই ইসরাইল কর্তৃপক্ষ গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে এবং সেখানকার নিরাপত্তা দেখভাল তারাই করবে। এ কাজে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষকে দায়িত্ব দেয়া হবে না।

তিনি বলেন, গাজার কোনো শিশু যাতে ইসরাইলকে ঘৃণা করতে না শেখে এজন্য তারা এই পদক্ষেপ নেবেন। হামাস বাস্তব অর্থে উত্তর গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে বলেও দাবি করেন তিনি।

গতকাল (শনিবার) রাতে তেল আবিবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, “বিজয়ের কোন বিকল্প নেই। আমরা গাজা থেকে হামাসকে নিশ্চিহ্ন করব এবং আমাদের বন্দিদের রক্ষা করব।”

তিনি দাবি করেন, ইসরাইলি বাহিনী গাজা উপত্যকাকে ঘিরে ফেলেছে। তারা এখন আশ-শিফা হাসপাতালের আশপাশে রয়েছে এবং অনেক হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

নেতানিয়াহু দাবি করেন, উত্তর গাজার নিয়ন্ত্রণ হারানোর পর সেখানে হামাসের জন্য লুকানোর কোন নিরাপদ জায়গা নেই। হামাসের সব যোদ্ধাকে হতা করা হবে। এ মিশন সম্পূর্ণ না করা পর্যন্ত আমরা থামব না।”

নেতানিয়াহু ইসরাইলের নিহত সেনাদের পরিবারের লোকজনকে আশ্বস্ত করে বলেন, “তাদের আত্মত্যাগ এবং বীরত্বগাথার মূল্য দেয়ার জন্য আমরা সবকিছু করছি।”

অত্যন্ত ঔদ্ধত্যের সাথে নেতানিয়াহু বলেন, যুদ্ধের পর কে গাজা শাসন করবে সেটি ইসরাইলের কাছে বড় বিষয় নয় বরং সেখানে ইসরাইল এমন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে যাতে ইসরাইলি সেনারা যেকোনো মুহূর্তে গাজায় প্রবেশ করতে পারে এবং ‘হত্যাকারীদের’ হত্যা করতে পারে।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ