গাজায় আরও ৩ ইসরাইলি সেনা নিহত; জেরুজালেমে ৬ ইহুদিবাদী আহত
(last modified Thu, 16 Nov 2023 11:19:22 GMT )
নভেম্বর ১৬, ২০২৩ ১৭:১৯ Asia/Dhaka
  • গাজায় নিহত ৩ ইসরাইলি সেনা
    গাজায় নিহত ৩ ইসরাইলি সেনা

গাজায় প্রতিরোধ সংগ্রামীদের হামলায় আরও তিন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ইসরাইলি বাহিনীর ২০২তম ব্যাটালিয়নের একটি কোম্পানির ডেপুটি কমান্ডার রয়েছে। তার নাম ক্যাপ্টেন শ্লোমো বেন নুন।

এ নিয়ে গাজায় স্থল অভিযানে এ পর্যন্ত ৫১ জন ইসরাইলি সেনা নিহত হলো বলে ইসরাইলের সেনাবাহিনী আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তবে ফিলিস্তিনের হামাস বলেছে, ইসরাইল তাদের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না। তাদের ঘোষিত সংখ্যার চেয়ে অনেক বেশি ইসরাইলি সেনার প্রাণহানি ঘটেছে বলে হামাস দাবি করেছে।

ইসরাইলের সেনাবাহিনী আজ বলেছে, উত্তর গাজায় গত রাতভর সংঘর্ষে ২০২তম ব্যাটালিয়নের ২২ বছর বয়সী ক্যাপ্টেন শ্লোমো বেন নুন প্রাণ হারিয়েছে।

এছাড়াও, উত্তর গাজায় ফিলিস্তিনি সংগ্রামীদের হামলায় আরও দুই ইসরাইলি সেনা মারাত্মকভাবে আহত হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। তাদের অবস্থা আশঙ্কাজনক। তবে হাসপাতালে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে।

এছাড়া, গাজায় আরো ২ ইসরাইলি সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে দখলদার বাহিনী। নিহত সেনাদের নাম ক্যাপ্টেন আসাফ মাস্টার এবং ক্যাপ্টেন কেফির ইতজাক ফ্রাঙ্কো। এই দুই কর্মকর্তা সাঁজোয়া কোরের ৪০১তম ব্রিগেডে দায়িত্ব পালন করছিল।

এদিকে, দক্ষিণ জেরুজালেম বা দক্ষিণ বায়তুল মুকাদ্দাসে ফিলিস্তিনিদের হামলায় ৬ ইহুদিবাদী ইসরাইলি আহত হয়েছে বলে 'টাইমস অব ইসরাইল' পত্রিকা জানিয়েছে। একজনের অবস্থা গুরুতর।#  

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।