হাসপাতালে হামলার মধ্য দিয়ে ইসরাইলের আসল চেহারা ফুটে উঠেছে: কানয়ানি
https://parstoday.ir/bn/news/west_asia-i130932-হাসপাতালে_হামলার_মধ্য_দিয়ে_ইসরাইলের_আসল_চেহারা_ফুটে_উঠেছে_কানয়ানি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: হাসপাতালগুলোতে হামলা মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং জেনেভা কনভেনশনের সকল মানদণ্ডের সাথে সাংঘর্ষিক। জনাব নাসের কানয়ানি সাফি বলেন: হাসপাতালগুলোতে হামলার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরাইলের অপরাধমূলক প্রকৃতি প্রকাশ পেয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৮, ২০২৩ ১৭:২৩ Asia/Dhaka
  • নাসের কানয়ানি সাফি
    নাসের কানয়ানি সাফি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: হাসপাতালগুলোতে হামলা মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং জেনেভা কনভেনশনের সকল মানদণ্ডের সাথে সাংঘর্ষিক। জনাব নাসের কানয়ানি সাফি বলেন: হাসপাতালগুলোতে হামলার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরাইলের অপরাধমূলক প্রকৃতি প্রকাশ পেয়েছে।

নাসের কানয়ানি আজ তাঁর এক্স পেইজে গাজার হাসপাতালে ইসরাইলি হামলা প্রসঙ্গে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন: আশ-শিফা হাসপাতালে হামলার উদ্দেশ্য প্রমাণ করতে না পেরে ইসরাইলি সেনারা এখন গাজার অন্যান্য হাসপাতালেও হামলা শুরু করেছে।

ইহুদিবাদী বর্বরতা

তিনি আরও বলেন: জর্দান এবং ইন্দোনেশিয়ার হাসপাতালে হামলার ঘটনা ইহুদিবাদী আগ্রাসন ও বর্বরতার আরেকটি উদাহরণ। ইরানের এই বিশিষ্ট কূটনীতিক বলেন: হাসপাতালে হামলা মানবাধিকারের যে-কোনো মানদণ্ড, জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক সকল রীতিনীতির সঙ্গে সাংঘর্ষিক। ওই হামলার ঘটনায় বিশ্ববাসীর কাছে ইসরাইলিদের হিংস্র ও পাশবিক চেহারা ফুটে উঠেছে।

ইহুদিবাদী সেনাদের নির্বিচার আগ্রাসন

আল-আকসা তুফান অভিযানে ইসরাইলের সকল গর্ব চূর্ণ হয়ে গেছে। সেই লজ্জা ঢাকতে গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী সেনারা নির্বিচার আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আবাসিক ভবন, মসজিদ, স্কুল, হাসপাতাল ক্লিনিকসহ সব ধরনের নাগরিক স্থাপনায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রায় ১২। আহত হয়েছে ২৯ হাজারেরও বেশি মানুষ। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে হতাহতদের বেশিরভাগই শিশু ও মহিলা।#

পার্সটুডে/এনএম/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।