আমরা আত্মসমর্পণ করব না বিজয় পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব: জিহাদ
(last modified Sun, 26 Nov 2023 03:59:13 GMT )
নভেম্বর ২৬, ২০২৩ ০৯:৫৯ Asia/Dhaka
  • আবু হামজা
    আবু হামজা

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সংগঠনটি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে বদ্ধপরিকর। তবে দখলদার শক্তি যদি এ চুক্তি লঙ্ঘন করে তাহলে ইসলামি জিহাদ তেল আবিবকে 'উপযুক্ত জবাব’ দেবে।

ইসলামি জিহাদের সামরিক বাহিনী আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু-হামজা গতকাল (শনিবার) এক ভিডিও বার্তায় এ হুমকি দিয়েছেন। কাতার-ভিত্তিক আল-জাযিরা নিউজ চ্যানেলে প্রচারিত ওই বার্তায় তিনি বলেন, আল-কুদস ব্রিগেড ততক্ষণ পর্যন্ত তার সামরিক তৎপরতা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধ রাখবে যতক্ষণ দখলদার ইসরাইল চুক্তিতে অটল থাকবে। কিন্তু তেল আবিব তা লঙ্ঘন করলে আল-কুদস ব্রিগেড উপযুক্ত জবাব দেবে।

আবু হামজা বলেন, গত ৪৮ দিনে ইসরাইলি অবস্থানগুলো লক্ষ্য করে তার ব্রিগেড শত শত রকেট ও মর্টারের গোলা নিক্ষেপ করেছে।

ইসলামি জিহাদের এই সেনা মুখপাত্র বলেন, “আমরা আত্মসমর্পণ কিংবা সাদা পতাকা উত্তোলন করব না বরং এই যুদ্ধে বিজয়ের বেশে ফিরব।” তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধারা এবার আর ফিলিস্তিনি বন্দিদেরকে ইসরাইলি জেলখানায় আটক থাকতে দেবে না। তারা তাদের লক্ষ্যগুলো অর্জন না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে।

আল-কুদস ব্রিগেডের মুখপাত্র বলেন, আরব ও ইসলামি সম্মান রক্ষা করার এই যুদ্ধে পশ্চিম তীরের যোদ্ধার গাজা উপত্যকার যোদ্ধাদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে যুদ্ধ চালিয়ে যাবে। লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা গাজার প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইসরাইলের বিরুদ্ধে যে হামলা চালাচ্ছে সেদিকেও ইঙ্গিত করেন আবু হামজা। তিনি বলেন, লেবাননের যোদ্ধারা ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে সংগঠিত ও ভয়াবহ হামলা চালিয়েছে। তিনি বলেন, সামনের দিকে যা ঘটবে তা হবে আরো ভয়াবহ। তিনি ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের গাজা যুদ্ধে অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।

গাজা উপত্যকায় ৪৮ দিনের যুদ্ধের পর গত শুক্রবার থেকে ৪ দিনব্যাপী সাময়িক যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির মধ্যে চুক্তি অনুযায়ী ইসরাইল ও হামাস পরস্পরের বন্দিদের মুক্তি দিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।