হিজবুল্লাহ নেতার অভিমত
হামাসের আল-আকসা তুফান ছিল ‘বিস্ময়কর’, এর প্রভাব এখনো অজানা
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসারইলের ভেতরে আল-আকসা তুফান নামে যে অভিযান চালিয়েছে তা ছিল অতি বিস্ময়কর এবং এর প্রভাব এখনো পুরোপুরি জানা যায়নি তবে শিগগিরি জানা যাবে।
তিনি বলেন, “শত্রুরা আমাদের কর্মকর্তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। প্রতিরোধ যোদ্ধারা ক্ষতিগ্রস্ত হয়নি এবং তাদের শক্তিও শেষ হয়ে যায়নি। আমরা লেবানন, ইরাক এবং ইয়েমেন সব জায়গাতেই আছি।”
শেখ নাঈম কাসেম বলেন, “ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের আল-আকসা তুফান অভিযান ছিল মৌলিক একটি কাজ যা সফল হওয়া খুবই জরুরি ছিল।” তিনি আরো বলেন, “প্রতিরোধের দৃঢ়তা না থাকলে বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানো যেত না। প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ়তার কারণেই ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে।”
গত শুক্রবার থেকে হামাস ও ইসরাইলের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। চুক্তি অনুসারে এরইমধ্যে দুপক্ষ বেশকিছু বন্দী বিনিময় করেছে। এ পর্যন্ত ইসরাইল ৭৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে হামাস ২৬ ইসরাইলি, ১৪ জন থাই নাগরিক এবং একজন ফিলিপিনো বন্দিকে মুক্তি দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।