জেদ্দায় ইরানের উপস্থিতিতে ওআইসি'র মিডিয়ার আন্তর্জাতিক সেমিনার শুরু
https://parstoday.ir/bn/news/west_asia-i131324-জেদ্দায়_ইরানের_উপস্থিতিতে_ওআইসি'র_মিডিয়ার_আন্তর্জাতিক_সেমিনার_শুরু
গাজার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র আন্তর্জাতিক মিডিয়ার সেমিনার শুরু হয়েছে সৌদি আরবের জেদ্দায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৬, ২০২৩ ১৮:৪১ Asia/Dhaka

গাজার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র আন্তর্জাতিক মিডিয়ার সেমিনার শুরু হয়েছে সৌদি আরবের জেদ্দায়।

ফিলিস্তিন ইস্যুতে মিথ্যা তথ্য ও পক্ষপাত মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ে আয়োজিত ওই সেমিনারের থিম ছিল: ঘৃণা ও সহিংসতা উস্কে দিতে গণমাধ্যমের ভূমিকা; বিভ্রান্তি ও পক্ষপাতিত্বের বিপদ। আন্তর্জাতিক ওই সেমিনারে ইরানসহ মুসলিম দেশগুলোর সিনিয়র মিডিয়া কর্মকর্তা এবং কর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে ইউনিয়ন অব ওআইসি নিউজ এজেন্সি ইউএনএ'র উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ওই সেমিনারে উপস্থিত ছিলেন সংস্থাটির মহাসচিব মুহাম্মাদ বিন আব্দুল কারিম আলে ঈসা, ওআইসি'র মহাসচিব হোসাইন ইব্রাহিম ত্বোহা এবং ফিলিস্তিনের জাতীয় গণমাধ্যমগুলোর মহাপরিদর্শক আহমাদ আসসাফ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার নির্বাহী পরিচালক আলি নাদেরি ওই বৈঠকে বক্তব্য রাখবেন বলে কথা রয়েছে।

এছাড়াও ধর্মীয় ব্যক্তিত্ববর্গ, বুদ্ধিজীবী, আইনী এবং মানবাধিকার নেতৃবৃন্দসহ আন্তর্জাতিক সংস্থার অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন। গাজা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সেমিনারের কাজ শুরু হয়।#

পার্সটুডে/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।