কাতার থেকে মোসাদের প্রতিনিধিদলকে ডেকে পাঠাল ইহুদিবাদী ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i131588-কাতার_থেকে_মোসাদের_প্রতিনিধিদলকে_ডেকে_পাঠাল_ইহুদিবাদী_ইসরাইল
গাজা উপত্যকায় আবার যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য কাতারের রাজধানী দোহায় যে আলোচনা চলছিল তাতে সম্পূর্ণ অচলাবস্থা দেখা দিয়েছে। ইহুদিবাদী ইসরাইল এ আলোচনায় অংশ নিতে দোহায় পাঠানো মোসাদের প্রতিনিধিদলকে তেল আবিবে ফেরত নিয়ে গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২৩ ১০:০৯ Asia/Dhaka
  • কুখ্যাত মোসাদ প্রধান ডেভিড বারনিয়ার সঙ্গে একান্ত আলাপচারিতায় যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
    কুখ্যাত মোসাদ প্রধান ডেভিড বারনিয়ার সঙ্গে একান্ত আলাপচারিতায় যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

গাজা উপত্যকায় আবার যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য কাতারের রাজধানী দোহায় যে আলোচনা চলছিল তাতে সম্পূর্ণ অচলাবস্থা দেখা দিয়েছে। ইহুদিবাদী ইসরাইল এ আলোচনায় অংশ নিতে দোহায় পাঠানো মোসাদের প্রতিনিধিদলকে তেল আবিবে ফেরত নিয়ে গেছে।

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে বলেছে, দোহা আলোচনায় অচলাবস্থা দেখা দেয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে মোসাদ প্রধান ডেভিড বারনিয়া দোহা থেকে তার প্রতিনিধিদলকে ফেরত এনেছেন।  বিবৃতিতে যুদ্ধবিরতির শর্ত পালনে অপারগতার জন্য ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে দায়ী করা হয়েছে।

গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে আরো কিছু বন্দি বিনিময়ের চেষ্টা করে আসছিল কাতার। সে প্রচেষ্টায় সাড়া দিতে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি দল এক সপ্তাহ ধরে দোহায় অবস্থান করছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার দপ্তর দোহায় অবস্থিত।

৭ অক্টোবর থেকে গাজা উপত্যকার ওপর একটানা ৪৭ দিনের ভয়াবহ পাশবিকতা চালানোর পর বন্দি বিনিময়ের উদ্দেশ্যে গত ২৪ নভেম্বর চার দিনের যুদ্ধবিরতি দিয়েছিল ইসরাইল। এরপর দুই দফায় তা বেড়ে সাত দিন করা হয়। এই সাত দিনে ১০০ জনের বেশি বন্দিকে ছেড়ে দেয় হামাস। বিনিময়ে ২১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিযেছে তেল আবিব।

এরপর যুদ্ধবিরতির মেয়াদ আর না বাড়িয়ে শুক্রবার সকাল থেকে গাজার উপর আবার নির্বিচার বোমাবর্ষণ শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল। জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা তেল আবিবের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। গত দু’দিনে ইসরাইলি হামলায় অন্তত ২০০ গাজাবাসী নিহত হয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।