প্রতিরোধ সংগঠনগুলো ইরানের কাছ থেকে নির্দেশ গ্রহণ করে না: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i131718-প্রতিরোধ_সংগঠনগুলো_ইরানের_কাছ_থেকে_নির্দেশ_গ্রহণ_করে_না_ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, প্রতিরোধ সংগঠনগুলো ইরানের কাছ থেকে নির্দেশ গ্রহণ করে না। লোহিত সাগরে হামলার সাথে ইরানের সম্পৃক্ততা রয়েছে বলে ব্রিটেন যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করে তিনি আজ (মঙ্গলবার) এ কথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৫, ২০২৩ ১৯:০৪ Asia/Dhaka
  • কানয়ানি
    কানয়ানি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, প্রতিরোধ সংগঠনগুলো ইরানের কাছ থেকে নির্দেশ গ্রহণ করে না। লোহিত সাগরে হামলার সাথে ইরানের সম্পৃক্ততা রয়েছে বলে ব্রিটেন যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করে তিনি আজ (মঙ্গলবার) এ কথা বলেছেন।

লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরাইলের পথ অনুসরণ করে একই ধরণের অভিযোগ তুলেছে ব্রিটিশ সরকার। লন্ডন লোহিত সাগরে হামলার জন্য ইরানকে দায়ী করেছে।

এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আরও বলেছেন, সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরণের দাবি উত্থাপন করা হচ্ছে। তারা এই অঞ্চলের বাস্তবতাকে উল্টোভাবে উপস্থাপন করতে চায়। এটা স্পষ্ট ব্রিটিশ সরকারও শিশু-ঘাতক ইসরাইলসহ তৃতীয় পক্ষের মাধ্যমে প্রভাবিত হয়ে এ ধরণের কথাবার্তা বলছে।

ব্রিটিশ কর্মকর্তাদের অগঠনমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, এ ধরণের তৎপরতা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। প্রতিরোধ সংগঠনগুলো যুদ্ধাপরাধ ও গণহত্যার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে ইরানের কাছ থেকে নির্দেশ গ্রহণ করে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিটিশ সরকারকে ভিত্তিহীন অভিযোগ না করে ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের নিন্দা জানানোর পাশাপাশি নারী ও শিশুসহ নিরপরাধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধাপরাধ বন্ধ করতে এবং ফিলিস্তিনিদের  সহায়তায় এগিয়ে আসতে লন্ডনের প্রতি আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।