ইসরাইলে আবার বিক্ষোভ, গাজা পরিস্থিতিতে উদ্বিগ্ন পুতিন ও সৌদি যুবরাজ
(last modified Thu, 07 Dec 2023 13:46:12 GMT )
ডিসেম্বর ০৭, ২০২৩ ১৯:৪৬ Asia/Dhaka

ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের হাতে যেসব ইসরাইলি বন্দী রয়েছে তাদের মুক্তির দাবিতে আবারো তেল আবিবসহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় বিমান হামলা ভয়াবহ আকারে বাড়ানোর পর বন্দী মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল হলো।

বিক্ষোভে অংশ নেয়া লোকজন বলেছেন, গাজায় বিমান হামলা বাড়ানোর কারণে ইসরাইলি বন্দীদের মুক্তির আশঙ্কাও বেড়েছে। গাজা উপত্যকায় হামলা জোরদার না করে বরং বন্দীদের মুক্তির বিষয়টিকে বেশি গুরুত্ব দেয়ার দাবি জানিয়েছেন এসব বিক্ষোভকারী।

এর আগে মঙ্গলবার ইসরাইলি বন্দীদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা নেতানিয়াহুর সাথে বৈঠক করেন। কিন্তু যুদ্ধবন্দী বিনিময়ের ব্যাপারে নেতানিয়াহুর পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না দেখে তারা তার ওপরে ব্যাপকভাবে ক্ষুব্ধ হন এবং গালিগালাজ পর্যন্ত করেন।

এদিকে, সৌদি আরব সফরে গিয়ে গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। পুতিনের সাথে বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও উদ্বেগ প্রকাশ করেন। দুজনই জোর দিয়ে বলেন, গাজায় বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য ইসরাইলের সামরিক হামলা বন্ধ করা জরুরি।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।