চলমান যুদ্ধে ৫ হাজার ইসরাইলি সেনা আহত হয়েছে: সামরিক সূত্র
https://parstoday.ir/bn/news/west_asia-i131874-চলমান_যুদ্ধে_৫_হাজার_ইসরাইলি_সেনা_আহত_হয়েছে_সামরিক_সূত্র
চলমান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত দখলদার ইসরাইলের পাঁচ হাজার সেনা আহত হয়েছে। আহত পাঁচ হাজার সেনার মধ্যে দুই হাজারেরই অঙ্গহানি ঘটেছে। এ তথ্য জানিয়েছে ইসরাইলি দৈনিক ইয়েদিউত আহরোনোত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৯, ২০২৩ ১৬:৪৭ Asia/Dhaka
  • ইসরাইলি সেনা
    ইসরাইলি সেনা

চলমান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত দখলদার ইসরাইলের পাঁচ হাজার সেনা আহত হয়েছে। আহত পাঁচ হাজার সেনার মধ্যে দুই হাজারেরই অঙ্গহানি ঘটেছে। এ তথ্য জানিয়েছে ইসরাইলি দৈনিক ইয়েদিউত আহরোনোত।

ইসরাইলের বিভিন্ন সামরিক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরও লিখেছে, যুদ্ধ মন্ত্রণালয়ের রিহ্যাবিলিটেশন সেন্টারে এখনও প্রতিদিন গড়ে ৬০ জন আহত সেনা ভর্তি হচ্ছে। রোগীদের বেশিরভাগই গুরুতর জখম নিয়ে সেখানে আসছে। 

গত শুক্রবার ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৯৭ জন ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছে। তবে বিভিন্ন সূত্র বলছে, ইসরাইল তাদের হতাহত সেনাদের সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না। সামরিক বাহিনীর মনোবল ধরে রাখতে এবং জনরোষ ঠেকাতে তারা হতাহতের সংখ্যা অনেক কম বলে প্রচার করছে।

ইসরাইলের টিভি চ্যানেল-টুয়েলভ জানিয়েছে, ইসরাইলের সেনাবাহিনী হাসপাতালগুলোকে নির্দেশ দিয়ে রেখেছে তারা যেন সমন্বয় না করে আহতের সংখ্যা কাউকে না জানায়।

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।