‘সিরিয়ার সঙ্গে সর্বাত্মক বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে দৃঢ় প্রতিজ্ঞ তেহরান’
https://parstoday.ir/bn/news/west_asia-i131892-সিরিয়ার_সঙ্গে_সর্বাত্মক_বাণিজ্য_সম্পর্ক_সম্প্রসারণে_দৃঢ়_প্রতিজ্ঞ_তেহরান’
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সিরিয়ার মধ্যে "কৌশলগত ও বন্ধুত্বপূর্ণ" সম্পর্কের ওপর জোর দিয়েছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের। তিনি বলেন, দামেস্কের সঙ্গে তেহরান অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে দৃঢ়প্রতিজ্ঞ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৯, ২০২৩ ১৯:৫৭ Asia/Dhaka
  • হোসেইন আর্নাস (বামে) ও মোহাম্মদ মোখবের (ডানে)
    হোসেইন আর্নাস (বামে) ও মোহাম্মদ মোখবের (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সিরিয়ার মধ্যে "কৌশলগত ও বন্ধুত্বপূর্ণ" সম্পর্কের ওপর জোর দিয়েছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের। তিনি বলেন, দামেস্কের সঙ্গে তেহরান অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে দৃঢ়প্রতিজ্ঞ।

আজ (শনিবার) তেহরান সফররত সিরিয়ার প্রধানমন্ত্রী হোসেইন আর্নাসের সাথে এক বৈঠকে মোখবের বলেন, "ইরানের সরকার ও জনগণ সিরিয়াকে বিশেষভাবে গুরুত্ব দেয় এবং দেশটির স্থিতিশীলতা, স্বাধীনতা, কল্যাণ ও সমৃদ্ধিকে তাদের অগ্রাধিকারের মধ্যে বিবেচনা করে।"

ইরানের ভাইস প্রেসিডেন্ট গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসনের কথাও উল্লেখ করেন। মোখবের বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এমন পরিস্থিতি প্রত্যক্ষ করছে যা ইতিহাসে অতুলনীয়।

বৈঠকে আর্নাস বলেন, সিরিয়ার প্রতি ইরানের নিঃশর্ত সমর্থন এবং সম্মানজনক অবস্থানকে তার দেশের সরকার এবং জনগণ কখনই ভুলবে না।

তিনি বলেন, স্বাধীনতা ও স্বাতন্ত্র বজায় রাখার কারণে ইরান ও সিরিয়া সবসময়ই মার্কিন নেতৃত্বাধীন বলদর্পী শক্তিগুলোর চাপের মুখে পড়ে। সিরিয়া প্রতিরোধ অক্ষের অন্যতম প্রধান স্তম্ভ হওয়ায় পশ্চিমা দেশগুলো সিরিয়ার ওপর চাপ সৃষ্টি করছে বলেও তিনি মন্তব্য করেন।”#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।