অধিকৃত পশ্চিম তীর ও কয়েকটি দেশে সাধারণ ধর্মঘট পালন
(last modified Tue, 12 Dec 2023 04:30:25 GMT )
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:৩০ Asia/Dhaka
  • অধিকৃত পশ্চিম তীর ও কয়েকটি দেশে সাধারণ ধর্মঘট পালন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে গতকাল (সোমবার) ধর্মঘট পালন করা হয়েছে। এর অংশ হিসেবে এসব অঞ্চলে দোকানপাট ও ব্যবসাকেন্দ্র বন্ধ ছিল।

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতা-বিরোধী অপরাধের প্রতিবাদে ‘দি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস’ নামে একটি ফিলিস্তিনি জোট শনিবার এই ধর্মঘটের ডাক দেয়। এতে সাড়া দিয়ে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম শহরের দোকানপাট, স্কুল ও সরকারি অফিস-আদালত বন্ধ ছিল।

পশ্চিম তীরের রামাল্লাহ শহরের অধিবাসী এবং এই জোটের সমন্বয়ক এসাম আবু বাকের বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধের জন্য আন্তর্জাতিক পর্যায় থেকে যে চাপ সৃষ্টির চেষ্টা চলছে তার অংশ হিসেবে এই ধর্মঘট পালন করা হলো। তিনি বলেন, এই ধর্মঘট শুধুমাত্র গাজার প্রতি সংহতি জানানো নয় বরং আমেরিকা নিরাপত্তা পরিষদে যে যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর ভেটো দিয়েছে তারও প্রতিবাদ।

গতকালের এই ধর্মঘট কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে লেবাননের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। একইভাবে জর্দানের রাজধানী আম্মান, জারকা ও ইরবিদ শহরের দোকানপাট এবং হোটেল ও রেস্টুরেন্টগুলো বন্ধ থাকে। জর্দানের শহরগুলোর বিভিন্ন দোকান ও ব্যবসা কেন্দ্রের সামনে ব্যানার টাঙিয়ে দেয়া হয় যাতে লেখা ছিল ‘গাজার জন্য ধর্মঘট’। কোনো কোনো ব্যবসায়ী বলেছেন, “ফিলিস্তিনের গাজাবাসীর জন্য এটি হলো আমাদের ন্যূনতম সহমর্মিতা। অবশ্যই এই ধর্মঘটে আমাদের অংশ নেয়া উচিত যাতে গাজার জনগণের ওপর গণহত্যা ও অবিচার বন্ধ হয়।”

তুরস্কের ইস্তাম্বুল শহরের এসেনইয়ুর্ত এলাকায় ধর্মঘট পালিত হয়েছে। ওই এলাকায় বহু সংখ্যক ফিলিস্তিনি, সিরিয়, ইয়েমেনি এবং ইরানি নাগরিকের বসবাস রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১২

ট্যাগ