জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে আপত্তি নেই মুখ্যমন্ত্রীর
(last modified Sat, 19 Oct 2024 11:21:18 GMT )
অক্টোবর ১৯, ২০২৪ ১৭:২১ Asia/Dhaka
  • জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে আপত্তি নেই মুখ্যমন্ত্রীর

ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের কয়েকদফা দাবিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ (শনিবার) রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নিন্দনী মুখোপাধ্যায় এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের আমারণ অনশন মঞ্চে যান।

সেখানে মুখ্যসচিব মনোজ পন্থের ফোন থেকে আন্দোলনকারীদের সঙ্গে মমতা বন্দোপাধ্যায় কথা বলেন। তিনি জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত বলে জানান। মুখ্যমন্ত্রী বলেন,'আপনাদের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত। আমি আপনাদের শুভকামনা করছি। সাধ্যমতো যতটা পারব, সহযোগিতা করব। মুখ্যমন্ত্রী আরো বলেন,'আন্দোলন করা আপনাদের অধিকার। আগেরবার পাঁচটা দাবির মধ্যে চারটি মেনে নিয়েছি। স্বাস্থ্যসচিবকে কেবল সরানো যায়নি।

'জুনিয়ার চিকিৎসকদের অনশন তুলে কাজে যোগ দেয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।” একইসঙ্গে তিনি আন্দোলনকারীদের দাবিপূরণের জন্য ৩-৪ মাস সময় চেয়েছেন। আবারও তাদের সঙ্গে বৈঠকে বসতে আপত্তি নেই তার বলে ইঙ্গিত দিয়েছেন।

রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ

এসময় আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। তাদের সেই দাবি মেনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামী সোমবার বিকেল ৫টায় নবান্নে ফের বৈঠকে বসছে দুপক্ষ। তবে নবান্নের সেই বৈঠকে আন্দোলনকারীদের  ১০ জনের বেশি প্রতিনিধি থাকতে পারবেন না বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সেই বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা সোমবার পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিল। ওই সময়ের মধ্যে সাড়া না মিললে মঙ্গলবার হাসপাতালে হাসপাতালে সর্বাত্মক ধর্মঘটে যাবার ঘোষণা দিয়েছিল।ওই হুঁশিয়ারির ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে অনশনমঞ্চে গেলেন মুখ্যসচিব।#

পার্সটুডে/জিএআর/১৯

 

ট্যাগ