অনশন প্রত্যাহারে চিঠি পুলিশের, ভালো চোখে দেখছে না চিকিৎসকরা
(last modified Thu, 10 Oct 2024 12:31:04 GMT )
অক্টোবর ১০, ২০২৪ ১৮:৩১ Asia/Dhaka
  • অনশন প্রত্যাহারে চিঠি পুলিশের, ভালো চোখে দেখছে না চিকিৎসকরা

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে অনশনরত জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। মঞ্চের কাছে প্রস্তুত রয়েছে দুটি অ্যাম্বুল্যান্স। অনশনরতদের জন্য আরজি কর হাসপাতালের আইসিইউতেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ৭ জন জুনিয়ার চিকিৎসক ধর্মতলায় অনশন করছে।

এদিকে, হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে আন্দোলনকারীদের চিঠি দিয়ে অনশন প্রত্যাহার করার কথা বলা হয়েছে।

আজ (বৃহষ্পতিবার)  বিকেলে হেয়ার স্ট্রিট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ধর্মতলার মঞ্চে  অনশনরত চিকিৎকদের হাতে চিঠি ধরিয়ে দেয়। সেখানে জায়গা ছাড়ার এবং অসুস্থদের চিকিৎসা গ্রহণের অনুরোধ করা হয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, আপনারা প্রশাসনের অনুমতি ছাড়াই জোর করে মঞ্চ বানিয়ে ৫ অক্টোবর থেকে ধর্মতলায় অনশন করছেন।

এদিকে, জুনিয়র চিকিৎসকদের দাবি, প্রশাসন মোটেও তাঁদের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত নয়। শুধুমাত্র জায়গা ছেড়ে দিতে বলাই লক্ষ্য ছিল পুলিশের। পুলিশের তরফে ধরনা প্রত্যাহারের আবেদনকে মোটেও ভাল চোখে দেখছেন না বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, গত ৮ আগস্ট নাইট শিফট কর্মরত চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়। পরদিন সকালে সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এই ঘটনার পর থেকেই সুবিচার এবং নিরাপত্তাসহ একাধিক দাবিতে আন্দোলন করছে জুনিয়র চিকিৎসকরা।

আরও এক হাসপাতালে প্রতিবাদে ডাক্তাররা

এদিকে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের আঁচ এবার কলকাতার আরও এক হাসপাতালে লেগেছে। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত আংশিক কর্মবিরতির ডাক দিয়েছেন দক্ষিণ কলকাতার মুকুন্দপুর এলাকার হাসপাতালের চিকিৎসকেরা। গতকাল অ্যাপোলো হাসপাতালের ডাক্তাররা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন।#

পার্সটুডে/জিএআর/১০

ট্যাগ