জোরপূর্বক গাজাবাসীকে মিশরে স্থানান্তরের বিপজ্জজনক পরিকল্পনা করেছে ইসরাইল
(last modified Fri, 15 Dec 2023 08:39:08 GMT )
ডিসেম্বর ১৫, ২০২৩ ১৪:৩৯ Asia/Dhaka
  • আব্দুল্লাহিয়ান
    আব্দুল্লাহিয়ান

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপো গ্র্যান্ডিকে সতর্ক করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার জনগণকে মিশরের তাড়িয়ে দেয়ার বিপজ্জজনক পরিকল্পনা হাতে নিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) জেনেভায় বিশ্ব শরণার্থী ফোরামের বৈঠকে যোগ দেয়ার অবকাশে তিনি গ্রান্ডিকে এই সতর্কবার্তা জানান। এ সময় আবদুল্লাহিয়ান উদ্বেগ প্রকাশ করে বলেন, দখলদার ইসরাইল সরকার এই বিপদজনক পরিকল্পনা বাস্তবায়নের জন্য উত্তর গাজা থেকে সেখানকার জনগণকে দক্ষিণ গাজায় নিয়ে গেছে।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতীয় সংঘ শরণার্থী বিষয়ক সংস্থা এবং অন্য সংস্থাগুলোকে গাজার জনগণের বিষয়ে বৈষম্যমূলক নীতি না নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, অন্য দেশের যুদ্ধকবলিত বা উদ্বাস্তু লোকজনের জন্য যে ধরনের ব্যবস্থা নেয়া হয়, গাজার জনগণের জন্যও সেই ধরনের পদক্ষেপ নিতে হবে।

এ প্রসঙ্গে তার দেশে কয়েক মিলিয়ন বিদেশি শরণার্থীর উপস্থিতির কথা উল্লেখ করে তাদের ব্যাপারে ইরান সরকারের আন্তরিক সেবা ও পরিচর্যার কথা তুলে ধরেন।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, গাজার চলমান পরিস্থিতিতে জাতিসংঘের পক্ষ থেকে সেখানকার জনগণের প্রতি সমর্থন জোরদার করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ