ইসরাইলের কয়েকটি স্পর্শকাতর অবস্থানে ইয়েমেনের ড্রোন হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i132182-ইসরাইলের_কয়েকটি_স্পর্শকাতর_অবস্থানে_ইয়েমেনের_ড্রোন_হামলা
আজ (শনিবার) দখলদার ইসরাইলের কয়েকটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৬, ২০২৩ ২০:১৭ Asia/Dhaka
  • ইয়াহিয়া সারি
    ইয়াহিয়া সারি

আজ (শনিবার) দখলদার ইসরাইলের কয়েকটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী।

এ তথ্য জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি বলেছেন, ইসরাইলের ইলাত বন্দর এলাকায় বেশ কয়েকটি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে। গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে।

তিনি মুসলিম উম্মাহসহ বিবেকবান ও স্বাধীনচেতা সব মানুষকে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান ঘোষণার আহ্বান জানান।

ইয়েমেনি বাহিনী আজ এমন সময় ইসরাইলে ড্রোন হামলা চালালো যখন গতকালও তারা সাগরে ইসরাইল অভিমুখী দুটি পণ্যবাহী জাহাজে হামলা করেছে।

এর আগে ইসরাইলের একটি জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে গেছে ইয়েমেনি বাহিনী। জাহাজটি এখনও ইয়েমেনি বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা সাগরে ইসরাইল অভিমুখী সব জাহাজ আটকে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।